অনলাইন
আস্ত একটা নকল সূর্য বানিয়ে ফেলেছেন চীনের বিজ্ঞানীরা
মানবজমিন ডিজিটাল
(৩ সপ্তাহ আগে) ২৬ জানুয়ারি ২০২৫, রবিবার, ৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:০৯ অপরাহ্ন

হঠাৎ যদি দেখা যায় সূর্যের তেজ ক্রমশ কমে যাচ্ছে, কী হবে তখন? সূর্য নিভে গেলে এই ধরিত্রীতে কি আর কোনও প্রাণ থাকতে পারবে? সূর্যের আয়ু ফুরিয়ে গেলে পৃথিবীর কী হবে, তা নিয়ে চিন্তার শেষ নেই। সেই চিন্তা থেকেই 'কৃত্রিম সূর্য' তৈরির কাজে হাত লাগিয়েছিল চীন। তাতেই এবার বড় সাফল্য অর্জন করল তারা। কারণ তাদের তৈরি 'কৃত্রিম সূর্য' ১০০০ সেকেন্ডের বেশি সময় ধরে প্লাজমা ধরে রাখতে সক্ষম হল। যার মাধ্যমে ১০ কোটি ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা তৈরি করা গিয়েছে। আসলে এই প্লাজমা যতক্ষণ বেশি ধরে রাখা সম্ভব হবে, তত বেশি পরিমাণ শক্তি উৎপন্ন করা যাবে।
এর আগে ২০২৩ সালে একটি পরীক্ষায় মোট ৪০৩ সেকেন্ড পর্যন্ত প্লাজমা ধরে রাখতে সক্ষম হয়েছিল তারা। দু’বছর কাটতেই এবার বড় সাফল্য। চীনের Experimenta. Advanced Superconducting Tokamak (EAST) ফিউশন এনার্জি রিয়্যাক্টর, যা একটি পারমাণবিক চুল্লি, সেটিকে 'কৃত্রিম সূর্য' নামে অভিহিত করা হয়। পদার্থের মোট চারটি অবস্থা রয়েছে- কঠিন, তরল, গ্যাস এবং প্লাজমা। উষ্ণ আয়ন এবং ইলেক্ট্রন মিলেমিশেই প্লাজমা অবস্থা তৈরি হয়। পদার্থ প্লাজমা অবস্থায় থাকলেও, তা থেকে সবচেয়ে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন করা সম্ভব হয়। 'কৃত্রিম সূর্য' তৈরি করতে পরমাণুর ফিউশন ঘটিয়ে প্লাজমা থেকে শক্তি উৎপন্ন করতে উদ্যোগী হয় চীন , যা মোটেই সহজ কাজ নয়।
কিন্তু সেই কাজেই বড় সাফল্য পেল তারা।চীনের ইনস্টিটিউট অফ প্লাজমা ফিজিক্সের ডিরক্টর সং ইয়ুনতাও বলেন, “প্লাজমার স্বয়ংক্রিয় সঞ্চালন চালু রাখতে অত্যন্ত দক্ষতার সঙ্গে স্থিতিশীল রেখে ফিউশন ডিভাইসকে ১০০০ সেকেন্ড চালাতে হবে। অবিরাম শক্তি উৎপন্ন করার জন্য এটি অত্যন্ত জরুরি। EAST-এ আন্তর্জাতিক সহযোগিতা মিলবে বলে আশাবাদী আমরা। এতে ফিউশন এনার্জিকে মানব সভ্যতার কল্যাণে ব্যবহার করা সম্ভব হবে।”এই সাফল্য গোটা পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি । সুদূর ভবিষ্যতে যদি সূর্য নিভেও যায়, সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা করা সম্ভব হবে যেমন, বিদ্যুতের ঘাটতি পূরণ করা যাবে বলে মত বিজ্ঞানীদের একাংশের।
সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন
পাঠকের মতামত
আমি মুসলিম, তাই বিশ্বাস রাখি যেদিন সুর্যের আলো নিভে যাবে সেদিন কোন কিছু আর কাজে আসবে না।।