ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

ভারত

সাইফকে আইসিইউ থেকে বের করে আনা হয়েছে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(৫ মাস আগে) ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৩:২২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৫০ পূর্বাহ্ন

mzamin

বলিউড অভিনেতা সাইফ আলী খান দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তাকে শুক্রবার আইসিইউ থেকে বের করে আনা হয়েছে।
বুধবার রাত আড়াইটার দিকে হামলায় ৫৪ বছর বয়সী অভিনেতা তার ঘাড় ও মেরুদণ্ডসহ ছয়টি জায়গায় ছুরিকাঘাতে আহত হন।

লীলাবতী হাসপাতালে জরুরি অস্ত্রোপচারের পর তিনি শঙ্কামুক্ত বলে তার চিকিৎসকরা জানিয়েছেন। বর্তমানে তিনি স্থিতিশীল বলেও জানানো হয়েছে। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের মুখ্য নিউরোসার্জন ডা. নিতিন ডাঙ্গে বলেছেন, সাইফ আলী খান এখন ভালো আছেন। আমরা তাকে হাঁটিয়েছি এবং তিনি ভালোই হাঁটতে পেরেছেন...। তার প্যারামিটার, ক্ষত এবং অন্যান্য সমস্ত আঘাতের দিকে তাকিয়ে, তাকে আইসিইউ থেকে বের করাটা নিরাপদ বলে মনে হয়েছে। তবে তাকে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। বিশ্রাম নিতে হবে এবং তার চলাচল এক সপ্তাহের জন্য নিয়ন্ত্রিত করা হয়েছে। 

এদিকে, বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর আক্রমণকারী দুষ্কৃতকারীকে শুক্রবার আটক করা হয়েছে বলে পুলিশের সূত্রে জানা গেছে। আটক ব্যক্তিকেই সাইফের বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা গেছে। 

বান্দ্রা রেলওয়ে স্টেশনে তল্লাশির সময়েই তার খোঁজ পায় পুলিশ। সেই সময় দুষ্কৃতকারী ইতস্তত সেখানে ঘুরছিল বলে জানা গেছে। এর পরেই আটক করা হয় তাকে। 

ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ জানিয়েছে,  ইতিমধ্যেই সাইফের পিঠ থেকে বের করা ছুরির অংশ সংগ্রহ করা হয়েছে। বাকী অংশের খোঁজ চলছে।

সংবাদমাধ্যমের খবর, প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, দুষ্কৃতকারী খান পরিবারের কোনও গৃহকর্মীর সঙ্গে পরিচিত ছিল। সম্ভবত সে কারণেই লবির সিসিটিভি ক্যামেরায় ধরা না পড়েই সে বাড়িতে প্রবেশ করে। 

আরও সন্দেহ, আক্রমণকারী বাড়ির নকশা জানত। সম্ভবত পাশের একটি আবাসনের দেয়াল বেয়ে উপরের তলায় পৌঁছানোর জন্য ফায়ার শ্যাফ্ট ব্যবহার করেছিল।

এদিকে সাইফের স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর ইনস্টাগ্রামে লিখেছেন, এই কঠিন সময়ে আমি বিনীতভাবে সংবাদমাধ্যম এবং পাপারাৎজিদের ভুয়া খবর এবং গুজব থেকে দূরে থাকতে অনুরোধ করছি।

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

পাকিস্তানে হামলা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব/ দিল্লি অধিকার প্রয়োগ করেছে

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status