অনলাইন
প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিটি
স্টাফ রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন
প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা ২০২২ পুনর্মূল্যায়নের জন্য ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখার প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। কমিটিতে সদস্যদের মধ্যে রাষ্ট্রপতির প্রেস সচিব, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার, প্রধান উপদেষ্টা কার্যালয়ের উপ ও সিনিয়র সহকারী প্রেস সচিবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা রয়েছেন। উপসচিব খাদিজা তাহেরা ববি স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে কমিটিকে আগামী ১০ই ফেব্রুয়ারির মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর সচিব বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।