ঢাকা, ২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ রজব ১৪৪৬ হিঃ

খেলা

আরো এক সেঞ্চুরিতে স্মিথের রেকর্ড

স্পোর্টস ডেস্ক

(১ সপ্তাহ আগে) ১১ জানুয়ারি ২০২৫, শনিবার, ৪:৪৮ অপরাহ্ন

mzamin

চলতি বিগ ব্যাশে নিজের প্রথম ম্যাচেই বাজিমাত স্টিভেন স্মিথের। অপরাজিত সেঞ্চুরিতে গড়েছেন রেকর্ডও। তার রানে ভর করে পার্থ স্কর্চার্সকে ২২১ রানের বড় টার্গেট ছুঁড়ে দেয় সিডনি সিক্সার্স। শেষপর্যন্ত ১৪ রানে জয় তুলে নেয় স্মিথের দল।
শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ওপেনিংয়ে নেমে ৬৪ বলে অপরাজিত ১২১ রানের ইনিংস খেলেন স্মিথ। ৭ ছক্কা ও ১০ চারে সাজানো তার বিধ্বংসী এই ইনিংস। বিগ ব্যাশে ডানহাতি এই ব্যাটারের তৃতীয় সেঞ্চুরি এটি। বেন ম্যাকডারমটের সঙ্গে এখন যৌথভাবে এই টুর্নামেন্টের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক স্মিথ। তবে স্মিথ এই রেকর্ডে পৌঁছান মাত্র ৩২ ইনিংসে, যেখানে ম্যাকডারমট খেলেন ৯৬ ইনিংস। এই প্রতিযোগিতায় নিজের শেষ ৭ ইনিংসের ৩টিতেই সেঞ্চুরি হাঁকালেন স্মিথ। সঙ্গে রয়েছে দুটি ফিফটিও। ৮৮ গড়ে তার মোট সংগ্রহ ৫২৮ রান। তবে ৩১ রানেই গুঁটিয়ে যেতে পারতেন স্মিথ। তার ক্যাচ নিতে ব্যর্থ হব বোলার কুপার কনোলি। এরপর আর সুযোগ পায়নি প্রতিপক্ষ। ৩৬ বলে করেন ফিফটি। ইনিংসের শেষ ওভারে ৫৮ বলে হাঁকান সেঞ্চুরি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি স্মিথের চতুর্থ সেঞ্চুরি। ৩৫ বছর বয়সী এই ব্যাটারের রানে ভর করে ৩ উইকেটে ২২০ রান সংগ্রহ করে সিডনি, যা কিনা টুর্নামেন্টে তাদের সর্বোচ্চ দলীয় স্কোর। পার্থ স্কর্চার্সকে ৭ উইকেটে ২০৬ রানে থামিয়ে দেয় সিডনি। অনুমিতভাবেই ম্যাচসেরা হন স্মিথ। বিগ ব্যাশের চলতি আসরে লিগ পর্বে কেবল আর একটি ম্যাচেই স্মিথকে দলে পাবে সিডনি। প্লে অফে তাকে পাবে না দলটি। স্মিথের নেতৃত্বে শ্রীলঙ্কা সফরে টেস্ট খেলতে যাবে অস্ট্রেলিয়া।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status