ভারত
কলকাতা বইমেলায় বাংলাদেশকে বাদ রাখার সমালোচনা করায় স্টল না দেয়ার অভিযোগ মানবাধিকার সংগঠনের
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(২ সপ্তাহ আগে) ১১ জানুয়ারি ২০২৫, শনিবার, ৯:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:০৫ অপরাহ্ন
আন্তর্জাতিক কলকাতা বইমেলায় থাকছে না রাজ্যের সুপরিচিত মানবাধিকার সংগঠন গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (এপিডিআর)। এত বছর এপিডিআর বইমেলায় নির্বিঘ্নে অংশগ্রহণ করে এসেছে। এ বছর তাদের স্টল না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনটি। স্টল না দেয়ার কারণ হিসেবে এপিডিআরের বক্তব্য, কলকাতা বইমেলায় অংশগ্রহণকারী দেশের তালিকায় বাংলাদেশের নাম না-থাকা নিয়ে সমালোচনা করেছিল এপিডিআর। তাদের অভিযোগ, বাংলাদেশ নিয়ে সেই সমালোচনার কারণেই আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড তাদের বঞ্চিত করেছে। প্রতি বছর কলকাতা বইমেলায় বাংলাদেশের আলাদা প্যাভিলিয়ন থাকে। এ বার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তা অনিশ্চিত। মেলায় অংশগ্রহণকারী দেশের তালিকায় বাংলাদেশের নাম রাখা হয়নি।
এ প্রসঙ্গে সম্প্রতি গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় জানান, বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না হলে তাদের পক্ষে বইমেলায় আসা অসম্ভব। যদি ভারত সরকার কোনও নির্দেশ না-দেয়, তা হলে বাংলাদেশকে অংশগ্রহণ করতে বলার প্রশ্নই ওঠে না ।
এদিকে এপিডিআর স্টলের জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। কিন্তু সেখান থেকেও কোনো সুরাহা মেলেনি। বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের বিরুদ্ধে এপিডিআরের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ওই মামলা গ্রহণযোগ্য নয় বলেও জানিয়েছে আদালত।
স্বচ্ছতার অভাবের অভিযোগের উত্তরে গিল্ড জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে এপিডিআর লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং ক্যাটালগ জমা দিতে পারেনি। এই নথিগুলো থাকলেই সাধারণত বইমেলায় স্টল বসানোর অনুমতি দেয়া হয়। এপিডিআর এই ধরনের কোনও নথি দেখাতে পারেনি।
গিল্ডের বক্তব্য মেনে নিয়ে এপিডিআর আদালতে জানায়, তাদের কোনও লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই। এর পরেই তাদের আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট।
আগামী ২৮ জানুয়ারি থেকে বই মেলা শুরু হবে। চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।