ভারত
বাংলাদেশ ইস্যুতে ভারত সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে সরব তৃণমূল কংগ্রেস
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(২ সপ্তাহ আগে) ২ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৩:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন
বাংলাদেশে সরকার পতনের পরবর্তী পরিস্থিতি ভারতের ওপর বেশ প্রভাব ফেলেছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতির ওপর। এই আবহে বিজেপি যাতে মেরুকরণের ফায়দা না তুলতে পারে, সেই বিষয়ে সচেতন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর তাই বাংলাদেশ ইস্যুতে ভারত সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।
বৃহস্পতিবার নিজের সংসদীয় কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলাদেশ জুড়ে যে ধরনের নৃশংসতা, যে ধরনের নৈরাজ্য চলছে, তা সবাই জানে। কেন্দ্রীয় সরকারের নীরবতা এই নিয়ে জল্পনা আরও বাড়িয়ে তুলছে। আমরা ভারত সরকারের জবাব দেখতে চাই। বাংলাদেশ যে ভাষা বোঝে, কেন্দ্র সেই ভাষায় উপযুক্ত জবাব দিক, এটাই চাই।’ তবে তার অভিযোগ, কেন্দ্রীয় সরকার এই ক্ষেত্রে কিছুই করছে না।
তৃণমূল কংগ্রেসের অবস্থান স্পষ্ট করে দিয়ে অভিষেক বলেন, ‘এটি কেন্দ্রের বিষয়। পররাষ্ট্র সংক্রান্ত বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত। কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপই গ্রহণ করুক না কেন, একটি দল হিসেবে তৃণমূল কংগ্রেস প্রতিটি ভারতীয়ের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য কেন্দ্রীয় সরকারকে সম্পূর্ণ সমর্থন করবে।’ তিনি বলেন, ‘আমরা চাই, যারা আমাদের ওপর অত্যাচার করছে এবং তাদের লাল চোখ দেখাচ্ছে ভারত সরকার তাদের জবাব দেবে।’
অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল কংগ্রেস সাংসদ বলেন, ‘পশ্চিমবঙ্গে জঙ্গি ঢোকাচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স। বাংলাকে অশান্ত করতে জঙ্গি কে ঢুকিয়েছে? বিএসএফ। আর রাজ্যের পুলিশ জঙ্গি ধরেছে।’ তিনি আরও বলেন, ‘বিএসএফের নাকের তলা দিয়ে গরু পাচার হয়, কয়লা পাচার হয়। আর ওরা তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তোলে।’
বাংলা আর বাংলাদেশ এক নয় খোকা! পিসির আঁচল তলে থেকে বাংলাদেশের দিকে নজর দিলে বিপজ্জনক হতে পারে। টাইগার জিন্দা ছিল, আছে এবং থাকবে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার গো-মুত্র খাওয়া শুরু করলো কবে থেকে?
আরে গু মুত খাওয়া দাদাবাবু, বাংলাদেশ তো ভারতের কোন রাজ্য না।এটা আমাদের বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ।তোমাদের কেন্দ্রীয় সরকার আমাদের সরকার কে কি বলার অধিকার আছে। আর তোমার দের কর্মচারী হাসিনা যখন ছিল তখন বলার অধিকার ছিল ও বলেছ সে দিন আর নাই।এখন আমাদের বাংলাদেশ আমার ফিরে পেয়েছি বাংলাদেশ জিন্দাবাদ।
তৃনমূল কংগ্রেসের ভরাডুবি আসন্ন। এসব প্রোপাগান্ডা ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টিকরতে চাইছে। মাঝখানে নিজেদের ভোটগুলো হারাবে। আর বাংলাদেশের বিরুদ্ধে একশন