ভারত
সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে ভারতে সাত দিনের জাতীয় শোক
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(৪ সপ্তাহ আগে) ২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, ১০:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে সাতদিনের জাতীয় শোক পালনের সিদ্ধান্ত ঘোষণা করেছে দেশটির সরকার।
বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব জি পার্থসারথি দেশের সকল মুখ্যসচিব এবং অন্য উচ্চপদস্থ আমলাদের এই মর্মে চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, মনমোহন সিংকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) থেকে বুধবার (১ জানুয়ারি) পর্যন্ত দেশে ‘জাতীয় শোক’ চলবে। এই সময় দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি স্তরে কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। এদিকে, কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শনিবার মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হবে। বৃহস্পতিবার রাতে কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল জানান, শনিবার নয়াদিল্লিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হবে।