ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

ভারত

ভারতের দাবি, বাংলাদেশে হিন্দু নির্যাতনের ২২০০ ঘটনা ঘটেছে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(১ মাস আগে) ২০ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, ৯:০৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন

mzamin

চলতি বছরে (২০২৪) বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের ২,২০০টি ঘটনা ঘটেছে। শুক্রবার ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নোত্তরে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ এই দাবি করেছেন। তিনি পরিসংখ্যান দিয়ে জানান, ২০২২ সালে বাংলাদেশে হিন্দুদের ওপর ৪৭টি নির্যাতনের ঘটনা নথিবদ্ধ হয়েছিল। ২০২৩ সালে সেই সংখ্যা ছিল ৩০২। ২০২৪ সালে তা বৃদ্ধি পেয়ে  ২,২০০টি হয়েছে। বেশির ভাগই ঘটেছে ৫ আগস্ট পরবর্তী সময়ে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, চলতি বছরে পাকিস্তানে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা ঘটেছে ১১২টি। দুই দেশের সংখ্যালঘু এবং মানবাধিকার সংগঠন থেকে পাওয়া পরিসংখ্যানের কথাও উল্লেখ করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য দুই দেশের সরকারকেই জানিয়েছে ভারত সরকার। প্রতিমন্ত্রী জানিয়েছেন, এই ধরনের ঘটনাগুলিকে গুরুত্ব দিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারের কাছে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে তারা। ভারতের আশা, বাংলাদেশ সরকার দেশে হিন্দু এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব রকমের পদক্ষেপ নেবে। একই ভাবে পাকিস্তান সরকারের সঙ্গেও বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে।
তবে ভারত এমন দাবি করলেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে, দেশে গত ৫ ই আগস্ট থেকে ২২শে অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের টার্গেট (লক্ষ্য) করে সহিংসতার ঘটনায় ৮৮টি মামলা হয়েছে। এসব মামলায় ৭০ জন গ্রেপ্তার হয়েছেন। নভেম্বর ডিসেম্বরে এ ধরনের ঘটনা খুব একটা ঘটেনি। শীর্ষ মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী সংখ্যালঘু নির্যাতনের ঘটনা হাতে গোনা কয়েকটি।

পাঠকের মতামত

যা মনে আসে তাই বলব --- এটি হলো ভারতীয়দের চরিত্র।

M M Alam
২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, ৫:৫৯ অপরাহ্ন

ইতিহাসের সেরা মিথ্যাচার

মোহাম্মদ শহীদ উল্লাহ
২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, ৪:৩১ অপরাহ্ন

শূণ্যের শূণ্যতা; আরো চার-পাচটা শূণ্য লাগালে কি অশুদ্ধ হত। শূণ্য যখন লাগাতেই হবে তখন কার্পণ্যতা কেন।

Ahmad Zafar
২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, ৩:৩০ অপরাহ্ন

ডাহা মিথ্যা!!!

Monshur Ahmed
২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, ১১:৩৪ পূর্বাহ্ন

তাতে ভারতের কি??? ভারত যেন নিজ দেশের সংখ্যালঘুদের দিকে দৃষ্টি দেয়।

Nazrul
২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, ১১:৩১ পূর্বাহ্ন

প্রতিমন্ত্রী সাহেব! আপনার দেশের সংখ্যা লঘুদের অধিকার নিয়ে একটু বলুন দাদা!!! বাংলাদেশের আর পাকিস্তানের খবর নিয়ে সরব হচ্ছেন আর নিজ দেশেরটা প্রত্যক্ষ করেও নীরব কেনো দাদা!!! কিছু বলুন দাদা!!!

Faysal
২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, ৯:৩৯ পূর্বাহ্ন

ভারত তার দেশের সংখ্যালঘুদের নির্যাতনের হিসাব না করে প্রতিবেশীদের বাথরুমে ক্যামেরা লাগিয়ে বসে আছে। যেরূপ তারা মসজিদের তলায় তাদের ভগবান খুঁজে চলেছে।

Borno bidyan
২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, ৯:০১ পূর্বাহ্ন

ভারতীয়রা জাতি হিসাবে মিথ্যুক। এরা সত্য কথা বলতেই জানে না। স্বার্থের জন্য এরা দিনকে রাত বানিয়ে ফেলে।

Nader
২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, ৮:১৪ পূর্বাহ্ন

কোন কোন এলাকায় সংখ্যালঘুদের অত্যাচারে সংখ্যাগুরু মুসলমানদের জীবন হয়েছে, সেইসব হিসেব কি মুদির নিকট আছে? হিন্দুদ্বারা নির্মম নির্যাতনের স্বীকার আমি নিজেই। অনেক প্রমান আছে আমার নিকট

ENAMUL HAQUE
২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, ৮:১০ পূর্বাহ্ন

কোন হিন্দু নির্যাতন হয় নি

H jamal uddin jamal
২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, ৫:২৬ পূর্বাহ্ন

বাংলাদেশের দাবি, ভারতে মুসলমান নির্যাতনের ২২,০০০ ঘটনা ঘটেছে।

খলিল
২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, ১২:২২ পূর্বাহ্ন

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

ভারত সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status