ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

ভারত

উত্তরপ্রদেশের মসজিদ-মন্দির বিতর্কে স্থানীয় আদালতের জরিপের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

বিশেষ প্রতিনিধি

(১ সপ্তাহ আগে) ২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৩:৫৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৩ অপরাহ্ন

mzamin

ভারতের উত্তরপ্রদেশের সম্ভলের শাহি জামা মসজিদে জরিপ নিয়ে আর কোনও নির্দেশ দিতে পারবে না স্থানীয় নিম্ন আদালত। শুক্রবার প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে নিম্ন আদালতের জরিপের নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আগামী ৬ জানুয়ারি পর্যন্ত মসজিদ চত্বরে কোনও জরিপের কাজ চালানো যাবে না বলেও জানিয়েছে শীর্ষ আদালত।
দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, ওই সময়সীমার মধ্যে মসজিদ পরিচালনা কমিটিকে এ বিষয়ে ইলাহাবাদ হাই কোর্টে আবেদন জানাতে হবে। ইতিমধ্যেই যে জরিপের কাজ হয়ে গিয়েছে, তা মুখবন্ধ খামে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সম্ভলের স্থানীয় আদালতে একটি মামলায় দাবি করা হয়, সেখানকার শাহি মসজিদ মোগল সম্রাট বাবরের আমলে হরিহর মন্দির ভেঙে তৈরি হয়েছিল। গত ১৯ নভেম্বর মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই নিম্ন আদালতের বিচারক  মসজিদে সেই দিনই জরিপের নির্দেশ দেন। প্রথম দিনের জরিপের পর গত ২৪ নভেম্বর দ্বিতীয় বার জরিপের সময়ে উত্তেজনা ছড়ায়। তাতে ৪ জনের মৃত্যু হয়। 
শাহি মসজিদ কমিটি সুপ্রিম কোর্টে আবেদনে জানিয়েছে, ১৯৯১ সালের উপাসনাস্থল (বিশেষ ব্যবস্থা) আইনে স্পষ্ট বলা হয়েছে কোনও মন্দির-মসজিদ বা গির্জার চরিত্র পাল্টানো যাবে না। ১৯৪৭-এ স্বাধীনতার সময় যেখানে যা ছিল, তেমনটাই রাখতে হবে। স্বাধীনতার আগে কোনও মন্দির ভেঙে মসজিদ হয়ে থাকলেও এখন যেখানে মসজিদ রয়েছে, সেখানে মসজিদই থাকবে। এই নীতি মেনে চললে, কোনও মসজিদ আগে মন্দির ছিল বলে দাবি উঠলেও সেখানে আর জরিপের মত সিদ্ধান্ত নেওয়া যায় না।
সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়েছে, যে কোনও মূল্যে সম্ভলে শান্তি সাম্পদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।গত ২৪ নভেম্বরের পর থেকে সম্ভলের পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে।

পাঠকের মতামত

সেখানকার শাহি মসজিদ মোগল সম্রাট বাবরের আমলে হরিহর মন্দির ভেঙে তৈরি হয়েছিল।এইটা হলো আপনাদের ধর্মনিরপেক্ষতা গা চুলকে ঘা করা!আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ থেকে ধর্ম ধর্মনিরপেক্ষ শিখার জন্য।

টাপু
৩০ নভেম্বর ২০২৪, শনিবার, ৪:০৯ পূর্বাহ্ন

Good News..

Anwarul Azam
৩০ নভেম্বর ২০২৪, শনিবার, ১:৫৯ পূর্বাহ্ন

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

   

ভারত সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status