অনলাইন
হাসিনাকে নিতে ভারত কেন বিমান পাঠায়নি
মানবজমিন ডিজিটাল
(২ সপ্তাহ আগে) ২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ১০:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:০৯ অপরাহ্ন
৫ই আগস্ট। গণ-অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন দুপুর পর্যন্ত দফায় দফায় নিরাপত্তা চেয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি। হাসিনা বলেন, ঢাকার কোনো বিমানে চড়তে তিনি নিরাপদ বোধ করছেন না। একাধিকবার কথা বলেন দেশটির নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও।
ভারত যদি বিমান পাঠায় তাহলে তিনি নিরাপদে দেশত্যাগ করতে পারবেন এমনটাও জানান হাসিনা। কিন্তু এরপরও সেদিন তাকে নিতে ভারত কেন বিমান পাঠালো না? কূটনৈতিক সূত্রগুলো কী বলছে? কীই বা কারণ ছিল এর নেপথ্যে? কী প্রমাণ করতে চেয়েছিল ভারত?
ওদিকে আরেকটি দায়িত্বশীল কূটনৈতিক সূত্র জানিয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতায় ভারত নাকি হুমকিও দিয়েছিল। কী ছিল সেই হুমকি?
বিস্তারিত পড়ুন জনপ্রিয় রাজনৈতিক ম্যাগাজিন ‘জনতার চোখ’- এ।
কথাই কর্তৃত্ব করে, কথাই নেতৃত্ব করে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো কোনো কথা ভালোভাবে ভেবে বলতে চাননি, বলেনওনি। যিনি জীবনে বহুবার ‘ছাতার বাংলাদেশ, ছাইয়ের আওয়ামী লীগ’ এরকম গুরুতর অবমাননাকর কথা বলেছেন।
Kam nai
হাসিনা তো যাওয়ার সময় তিন-চার ব্রিফকেস ডলার ভর্তি করে নিয়ে গেছে।
শয়তানের গ্রেডের দিক দিয়ে দুটোই সমান শয়তান। সমগোত্রিয় হলেও লাভ ছাড়া কোন শয়তানই বিপদের সময় আর এক শয়তানের সাহায্যে এগিয়ে আসেনা। এগুলো শয়তানদের ধর্ম।
হাসিনা যদি বলত , বাংলাদেশের চুরি করা টাকা ভারতে নিয়ে আসবে, তাহলে ঐ সুখের পাখী বন্ধু ঠিক প্লেন পাঠিয়ে দিত!
হা হা হা ! উনি বাংলাদেশের কোন জনগনকেই শেষ পর্যন্ত বিশ্বাস করেননি ! সবই পাপের ফল
ভারতের কাছে হাসিনার কোন গুরুত্ব নেই তাই
এটা খুব সহজ, তারা আর তাদের টাকা নষ্ট করতে প্রস্তুত নয়। তারা খুব ভালো করেই জানে যে, যে কেউ তাদের বিমান ধ্বংস করতে পারে। Time is money. This was not proper time to invest money on Fascist Hasina.