অনলাইন
আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে বিএনপি নেতারা, দিলেন অনুদান
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৪৩ অপরাহ্ন
ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) যান বিএনপি নেতারা। বৃহস্পতিবার সকালে সেখানে গিয়ে আহতদের চিকিৎসার অগ্রগতির খোঁজখবর নেন তারা।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আহতদের সঙ্গে দেখা করেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় দলটির পক্ষ থেকে আহতদের চিকিৎসায় পাঁচ লাখ টাকা অনুদান দেয়া হয়।
বিএনপি ক্ষমতায় গেলে আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আহতরা চিকিৎসা পেলেও তারা তেমন আর্থিক সহযোগিতা পাননি। তাদের পরিস্থিতি এখনো ভালো নয়।’
কিছু আহতের চিকিৎসা দেশে সম্ভব নয় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তাদের দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানাচ্ছি।’
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের যথাযথ চিকিৎসা মিলছে না এবং সরকারের তরফে খোঁজ নেয়া হয় না-এমন অভিযোগ তুলেছেন আহতরা। এই অভিযোগ তুলে গতকাল বুধবার দুপুর ১টা থেকে বিক্ষোভ করেন শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীনরা। পরে তাদের সঙ্গে যুক্ত হন পাশের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউশনে ভর্তি আহতরাও।
এই বিক্ষোভ চলে মধ্যরাত পর্যন্ত। পঙ্গু হাসপাতালের সামনের সড়কে অবস্থান নেন তারা। পরে তাদের শান্ত করতে এদিন দিবাগত রাত আড়াইটায় সেখানে যান অন্তর্বর্তী সরকারের চারজন উপদেষ্টা ও প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন সহকারী। পরে দাবি পূরণের আশ্বাস দিলে প্রায় সাড়ে ১৩ ঘণ্টা পর সড়ক থেকে হাসপাতালে ফিরে যান বিক্ষুব্ধরা।
বহুদিন যাবত আমি বহু মন্তব্য করেছিলাম, আহতদের খোঁজ নিন, সুচিকিৎসার বন্দোবস্ত করুন, সরকারি ফাণ্ড অপ্রতুল হলে অনুদান সংগ্রহ করার জন্য ব্যাংক একাউন্ট খুলে প্রচার করুন। আমরা তাদের চিকিৎসার জন্য বিদেশ থেকেও অনুদান পাঠাতে ইচ্ছুক বৈদেশিক মুদ্রায়। থা বিদেশে চিকিৎসার জন্য দরকার। তারা যে ক্ষোভ প্রকাশ করেছেন তা অত্যন্ত নায্য। এখন রাজনৈতিক দল ও সাড়া দিচ্ছেন, আশার কথা। আমি আবারও বলছি সরকার তাদের জন্য ফাণ্ড তৈরি দরকার সরকারি তহবিল ও অনুদান সংগ্রহ করে যৌথ ভাবে । তবুও তাদের চিকিৎসার যেন ত্রুটি না হয়।
ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় নেতারা কোথায় ছিলেন ? বিএনপি ক্ষমতায় গেলে, উদ্দেশ্য কি?