অনলাইন
টিকটকের প্রতিষ্ঠাতা চীনের সবচেয়ে ধনী ব্যক্তি
মানবজমিন ডিজিটাল
(৮ মাস আগে) ৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

বর্তমানে চীনের সবচেয়ে ধনী ব্যক্তি টিকটক মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং। দেশটির ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এই তালিকায় ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার সম্পদ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ঝ্যাং। ২০২৩ সালের তুলনায় তার সম্পদ ৪৩ শতাংশ বেড়েছে। বাইটড্যান্সের বিশ্বব্যাপী আয় গত বছর ৩০ শতাংশ বেড়ে ১১০ বিলিয়ন ডলারে উন্নীত হওয়ার পরেই ঝ্যাং এই কৃতিত্ব অর্জন করেছেন।
২০১৭ সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর থেকে টিকটক বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি নতুন যুগের সূচনা করেছে। এটি সারা বিশ্বের অনেক তরুণ-তরুণীদের কাছে বেশ জনপ্রিয়। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে আগ্রহী অন্যান্য চীনা কোম্পানিগুলোর জন্য উদাহরণ স্থাপন করেছে টিকটক। তবে এটিকে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান আইনি লড়াইয়ের মুখোমুখি হচ্ছে।
হুরুনের মতে, টিকটকের প্রায় ২০০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে। টিকটক শিশুদের সুরক্ষা দিতে ব্যর্থ এই অভিযোগ তুলে একাধিক ফেডারেল মামলা দায়ের হয়েছে টিকটকের বিরুদ্ধে। তবে বাইটড্যান্স ও টিকটক উভয়ই দাবি করছে যে, তারা চীনা সরকার থেকে স্বাধীন। এদিকে ২০২৫ সালের জানুয়ারিতে টিকটক নিষিদ্ধ করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বাইটড্যান্স যুক্তরাষ্ট্রের অংশ বিক্রি করলেই কেবল এই নিষেধাজ্ঞা বাতিল করবে দেশটি। যুক্তরাষ্ট্রে প্রচণ্ড চাপের মুখেও বাইটড্যান্সের লাভ গত বছর ৬০ শতাংশ বেড়েছে, যা ঝ্যাং ইয়িমিং-এর ব্যক্তিগত সম্পদকে বাড়াতে সাহায্য করেছে।
হুরুনের প্রধান রুপর্টহুগেওয়ারফ বলেন, ২৬ বছর আগে প্রথম প্রকাশিত ‘হুরুন চায়না রিচ লিস্ট’-এর ১৮ তম একক ব্যক্তি হিসেবে চীনের সবচেয়ে ধনী ব্যক্তির খেতাব পেলেন তিনি। এটি চীনের অর্থনীতির গতিশীলতা নির্দেশ করে। অন্যান্য দেশগুলোও জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ভারতসহ অনেক দেশেই টিকটক নিষিদ্ধ। বৃটেন, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো পশ্চিমা মিত্ররা সরকারি ডিভাইসে টিকটকের ব্যবহার সীমাবদ্ধ করেছে। কিন্তু এই নিয়ন্ত্রণগুলো ব্যবহারকারীদের মধ্যে টিকটকের ক্রমবর্ধমান বৈশ্বিক আবেদন কমাতে পারেনি। বাইটড্যান্সের ২০ শতাংশের মালিক ঝ্যাং। ২০১২সালে বেইজিং-এ কলেজের রুমমেট লিয়াং রুবোর সাথে এটি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বাইটড্যান্সকে চীনা প্রযুক্তির অন্যতম বড় নাম হিসাবে গড়ে তোলার পরে ২০২১ সালের সিইও পদ থেকে পদত্যাগ করেন।
বাইটড্যান্স চীনের জনপ্রিয় নিউজ অ্যাপ টাউটিয়াও ও ডুয়িন-এর মালিক। চীনের বিশাল প্রযুক্তি খাতের তালিকায় একমাত্র প্রতিনিধি নন ঝ্যাং। তালিকার তৃতীয় স্থানে আছেন টেনসেন্টের প্রতিষ্ঠাতা পনি মা। তার মোট সম্পদের মূল্য ৪৪ দশমিক ৪ বিলিয়ন ডলার। এই তালিকায় থাকা ব্যক্তিদের সম্পদের বৃদ্ধি শুধুমাত্র তাদের কোম্পানির সফলতার কারণে হয়নি। চীনের অর্থনীতি দুর্বল হওয়ার এই বছরে অন্য প্রতিযোগীরা পিছিয়ে পড়েছেন। বাস্তবতা হলো তালিকায় থাকা মানুষের মধ্যে মাত্র প্রায় ৩০ শতাংশের মোট সম্পদ বেড়েছে। কারণ চীনের অর্থনীতি ও শেয়ার মার্কেটের কঠিন সময়ের সম্মুখীন হওয়ায় ‘হুরুন চায়না রিচ লিস্টে’ স্থান পাওয়া ব্যক্তিদের সংখ্যা কমে গেছে।
‘হুরুন চায়না রিচ লিস্ট ২০২৪’ অনুযায়ী চীনে বর্তমানে ৫ বিলিয়ন বা এর চেয়ে বেশি পরিমাণ সম্পদ আছে এমন ধনী ব্যক্তির সংখ্যা ১ হাজার ৯৪ জন, যেটা গত বছরের তুলনায় ১২ শতাংশ (১৪৭ জন) কম। তালিকায় স্থান পাওয়া ব্যক্তিদের মোট সম্পদের পরিমাণ ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার, যেটা গত বছরের তুলনায় ১০ শতাংশ কম।
সূত্র: সিএনএন