অনলাইন
আজ আওয়ামীপন্থী বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও
স্টাফ রিপোর্টার
(৪ সপ্তাহ আগে) ১৬ অক্টোবর ২০২৪, বুধবার, ১০:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৫২ অপরাহ্ন
আওয়ামীপন্থী বিচারকদের পদত্যাগের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। বুধবার সকাল ১১ টায় তারা হাইকোর্ট ঘেরাও কর্মসূচি পালন করবেন বলে সোমবার রাতে তারা তাদের ভেরিফাইড ফেসবুক আইডিতে ঘোষণা দেন।
ওই পোস্টের কমেন্টে সারজিস জানান, বুধবার সকাল ১১টায় রাজু ভাস্কর্যে জড়ো হয়ে সেখান থেকে একসাথে হাইকোর্ট অভিমুখে যাত্রা করা হবে। কমেন্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের বিচারকদের পদত্যাগের দাবিতে বুধবার সকাল ১১টায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচি পালন করা হবে।
পদত্যাগ করতেই হবে। তাঁদের নিজ থেকে পদত্যাগ করে চলে যাওয়া উত্তম হবে।
ওদের পদত্যাগের বিকল্প কোন সুযোগ নাই।এখনই উপযুক্ত সময় এদের কে বিতাড়িত করার।
বিচারপতি যে ভাবেই নিয়োগপ্রাপ্ত হোন না কেন তারা শ্রদ্ধা ও সম্মানের পাত্র। বিচারপতিদেরও দায়িত্ব আছে নিজেদের সম্মান বজায় রাখার। বিপ্লবোত্তর পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা যেমন সসম্মানে পদত্যাগ করেছেন তেমনি হাইকোর্টের এই বিচারপতিদেরও উচিত ছিল অনেক আগেই পদত্যাগ করে সসম্মানে চলে যাওয়া। এখন পানি ঘোলা করে পান করবেন।
ঐ সব বেহেয়ারা কেন এতদিন স্বেচ্ছায় পদত্যাগ করে নি ?
এই কর্মসূচী একেবারেই সঠিক ও ন্যায্য। রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠান সমূহ থেকে স্বৈরাচারী গোষ্ঠীর শেষ চিন্হ / বিন্দু নিপাত যাক।
একটাই পথ পদত্যাগ
ওদের পদত্যাগের বিকল্প কোন সুযোগ নাই