অনলাইন
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ১০ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৩৮ অপরাহ্ন
জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
উত্তরে হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম চৌধুরীকে আহ্বায়ক এবং মাওলানা ক্বারী সাইফুল ইসলামকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ওদিকে দক্ষিণে মাওলানা মো. আলমগীর হোসানই খলিলীকে আহ্বায়ক এবং মাওলানা মো. ফারুক হোসাইন রুদ্রকে সদস্য সচিব করে ৮১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ঘোষিত এই দুটি কমিটিতে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় ওলামা দলের আহ্বায়ক আলহাজ¦ মাওলানা কাজী মো. সেলিম রেজা এবং সদস্য সচিব এডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেন।
মেড ইন আওয়ামী স্টাইল।