অনলাইন
সাবেক অ্যাম্বাসেডর সিরাজুল ইসলাম আর নেই
মানবজমিন ডিজিটাল
(১ মাস আগে) ১২ আগস্ট ২০২৪, সোমবার, ৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৩৪ অপরাহ্ন
সাবেক অ্যাম্বাসেডর সিরাজুল ইসলাম (সবুজ) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। ওয়াশিংটন ডিসিতে একটি অস্ত্রোপচারের পর গত রাতে তিনি মৃত্যুবরণ করেন বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
অ্যাম্বাসেডর সিরাজুল ইসলাম ছিলেন একজন বিদ্বান মানুষ, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে বিএ (অনার্স) ও এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি মিশর (১৯৯৯-২০০২) এবং জাপানে (২০০২-২০০৬) বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি দক্ষিণ এশিয়া ও দূর প্রাচ্যের মহাপরিচালক হিসেবে কাজ করেন।
অ্যাম্বাসেডর সিরাজুল ইসলাম মানবজমিন, নিউ এইজ সহ বিভিন্ন পত্রিকায় সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত কলাম লিখতেন।
সম্প্রতি তাকে বিএনপি চেয়ারপারনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটিতে স্থান দেওয়া হয়েছিল। তার স্ত্রী শাহানা ইসলাম, দুই মেয়ে সাবরিনা ইসলাম এবং নওরীন ইসলাম।