ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

ভারত

স্মার্টফোনকে সঙ্গী করে গরিবি মুক্তি , ভারতের প্রশংসায় জাতিসংঘ

মানবজমিন ডিজিটাল

(১ মাস আগে) ৩ আগস্ট ২০২৪, শনিবার, ৪:৫২ অপরাহ্ন

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি ডেনিস ফ্রান্সিস ভারতের ডিজিটাল বিপ্লবের জন্য প্রশংসা করেছেন। দেশের গ্রামীণ অংশে ব্যাংকিং পরিষেবা সম্প্রসারণের কথা উল্লেখ করে তিনি বলেছেন,  ৮০ কোটি ভারতীয়কে গত পাঁচ থেকে ছয় বছরে দারিদ্র্য থেকে বের করে আনা সম্ভব হয়েছে  শুধুমাত্র স্মার্টফোন ব্যবহার করে।
গ্রামীণ ভারতে যারা আগে ব্যাঙ্কিং বা পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে জানতো না  তারা এখন স্মার্টফোন ব্যবহার করে বিল পরিশোধ করতে এবং অর্ডারের জন্য অর্থপ্রদান করতে সক্ষম হয়েছে বলে জানান ডেনিস। 
ডেনিসের  কথায়, 'কোনও দেশের প্রভূত উন্নতিতে হাত রয়েছে ডিজিটালাইজেশনের। এই যেমন ধরা যাক ভারতের কথা। শুধুমাত্র স্মার্টফোনের ব্যবহারের মাধ্যমে ভারত বিগত ছয় বছরে ৮০০ মিলিয়ন (৮০ কোটি) মানুষকে দারিদ্র থেকে বের করে এনেছে।'
তার আরও সংযোজন, 'বর্তমান ও আগামী প্রজন্ম যাতে খাদ্য সংকটের সম্মুখীন না হয় অর্থাৎ সকলের ক্ষুধা নিবৃত্তকরণে সমাজের উন্নতির জন্য কাজ করছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (FAQ)।'
বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতে ইন্টারনেট পরিষেবা উন্নতির কারণে স্মার্টফোনের ব্যবহার করে মানুষ ডিজিটাল ব্যাংকিং পরিষেবায় বা ব্যবসায়িক ক্ষেত্রে টাকা লেনদেনে আরও বেশি সাবলীল হয়ে উঠছে বলে মন্তব্য করেন তিনি। 
একইসঙ্গে তার সংযোজন ,ভারতের গ্রামীণ কৃষকদের যাদের ব্যাংকিং ব্যবস্থার সাথে কখনও সম্পর্ক ছিল না, তারা এখন তাদের সমস্ত ব্যবসা তাদের স্মার্টফোনে লেনদেন করতে সক্ষম। তারা তাদের বিল পরিশোধ করে এবং অর্ডারের জন্য অর্থ গ্রহণ করে। কিন্তু গ্লোবাল সাউথের অনেক অংশে তা হয় না। তাই, ইক্যুইটি চাহিদা থাকতে হবে। ডিজিটালাইজেশনের জন্য বৈশ্বিক কাঠামো নিয়ে আলোচনার প্রাথমিক পদক্ষেপ হিসেবে এই বৈষম্য দূর করার জন্য  প্রচেষ্টা ও উদ্যোগ থাকতে হবে বলে মনে করেন ডেনিস। 
গত ১০ বছর ধরে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের অন্যতম প্রধান ফোকাস হচ্ছে ডিজিটালাইজেশন। ২০১৬ সালে ৫০০এবং ১০০০ টাকার  নোট বাতিলের পর থেকে ডিজিটাল পেমেন্ট লেনদেনে একটি স্পাইক দেখা গেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জন ধন, আধার এবং মোবাইল - জেএএম উদ্যোগের মাধ্যমে ডিজিটালাইজেশন গ্রহণ করার জন্য জনগণকে আহ্বান জানিয়েছেন।এই উদ্যোগের অধীনে, গ্রামীণ ভারত সহ লক্ষ লক্ষ লোক তাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে। 
ব্যাংক অ্যাকাউন্টগুলোকে আধারের সাথে সংযুক্ত করা হয়েছে। ফলে  লোকেরা এখন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে পারে এবং তাদের অর্থ সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারে।

সূত্র : ইন্ডিয়া টুডে
 

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status