ভারত
প্রবল বর্ষণে বেহাল দশা ভারতের সংসদ ভবনের
মানবজমিন ডিজিটাল
(১ মাস আগে) ৩ আগস্ট ২০২৪, শনিবার, ৪:২৭ অপরাহ্ন
৯৭১ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে ভারতের নতুন সংসদ ভবন। উদ্বোধনের ১৪ মাসের মধ্যে তার বেহাল দশা সামনে এলো। হু হু করে ঢুকছে পানি । কয়েক ঘণ্টার বৃষ্টিতেই নতুন সংসদ ভবনের ছাদ থেকে অবিশ্রান্ত পানি পড়ে ভাসিয়ে দিয়েছে করিডরের ফ্লোর। শতছিদ্র টালিচালার বাড়ির মতো বালতি রেখে ধরতে হয়েছে সেই পানি । সেও বেশিক্ষণ নয়। বারবার উপচে গেছে বালতিও। সংসদের লবির বেশ কিছুটা জায়গা পানিতে ভিজে রয়েছে। খোদ প্রেসিডেন্ট সংসদে যাওয়ার সময় এই লবি ব্যবহার করেন।নতুন এই সংসদ ভবন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প। হাজার বিরোধিতা সত্ত্বেও হাজার হাজার কোটি টাকা খরচ করে দিল্লিতে সেন্ট্রাল ভিস্তা প্রকল্প তৈরি করেছে কেন্দ্রের মোদি সরকার। নতুন সংসদ ভবন সেই সেন্ট্রাল ভিস্তারই অংশ। সংসদের প্রতিটি কোণে ভারতীয় শিল্পকলার নিদর্শন তুলে ধরা হয়েছে। কিন্তু সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একের পর এক ভিডিও প্রমাণ করে নতুন সংসদ ভবন নির্মাণের গোড়াতেই রয়েছে গলদ। মহাজোট ‘ইন্ডিয়া’ দাবি করেছে, পুরনো পার্লামেন্ট বিল্ডিংই ভালো ছিল। সম্পূর্ণ নিরাপদ। যেভাবে হাজার কোটি টাকার নতুন সংসদ ভবনের ছাদ ফুটো হয়ে পানি পড়ছে, আরও বড় বিপদ ঘটতে পারে। ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে পুরনো সংসদ ভবন ফেরানোর দাবি তুলেছেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন। তিনি বলেন, “নতুন মোদি সরকারের সবেতেই লিক। পেপার লিক, ওয়াটার লিক, সিস্টেম লিক। এমনকী জনতার রায়ও লিক।” যদিও সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট ( সিপিডব্লিউডি) গোটা বিষয়টিকে একটা 'ছোট ব্যাপার' হিসাবে উল্লেখ করেছে। টুইট করে সিপিডব্লিউডি জানিয়েছে, প্রথম প্রচন্ড গরম। এরপর অবিশ্রান্ত বৃষ্টি। এর জেরে কাঁচের জয়েন্ট থেকে সিলিকন সরে গিয়েছিল। সঙ্গে সঙ্গে তা সারিয়ে তোলা হয়। কাঠামোগত ব্যবস্থা সব একাবারে ঠিকঠাক রয়েছে। গত বৃহস্পতিবার তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ মণিকম ঠাকুর সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। তাতে দেখা গিয়েছিল, সংসদের লবিতে ছাদ থেকে সমানে চুঁইয়ে পড়ছে পানি । মেঝেতেও সর্বত্র পানি ! পরিস্থিতি সামাল দিতে কোনও মতে বালতি দিয়ে সেই পানি ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। কিন্তু নতুন ভিডিয়োতে দেখা যাচ্ছে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে। ভবনের মেঝেই এখন স্রোতস্বিনী!২০২৩ সালের ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী মোদি । সেপ্টেম্বর থেকে অধিবেশনের সূচনা হয় সেখানে। অর্থাৎ, বছর ঘোরার আগেই মাঝ বর্ষায় বিপত্তির মুখে পড়েছে সংসদ ভবন।
সূত্র : ইন্ডিয়া টুডে