অনলাইন
কূটনৈতিক ব্রিফিং আজ
কূটনৈতিক রিপোর্টার
(৮ মাস আগে) ১ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ১২:১৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন
চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী, সাংবাদিক, শিশুসহ দুই শতাধিক মৃত্যু, হাজার হাজার আহত, লাখো মানুষের বিরুদ্ধে মামলা ও গণগ্রেপ্তারে দেশব্যাপী যে আতঙ্ক এবং চাপা উত্তেজনা বিরাজ করছে, তাতে নতুন করে আর কোনো জানমালের ক্ষতি দেখতে চায় না আন্তর্জাতিক সম্প্রদায়।
গত ক'দিনে দেশজুড়ে সংঘাত-প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে যৌথ চিঠি দিয়েছিলো ঢাকার ১৪ মিশন। সেই চিঠিতে সংকটের টেকসই সমাধান খোঁজার আহ্বান জানানোর পাশাপাশি নতুন প্রাণহানির ঘটনা এড়াতে সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে মধ্যকার সংলাপের তাগিদ দেয়া হয়েছিলো। সেই আহ্বান বিবেচনায় সরকার গৃহীত পদক্ষেপগুলোর বিষয়ে আজ কূটনীতিকদের ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
অপ্রত্যাশিতভাবে পররাষ্ট্রমন্ত্রীর বিদেশ সফর দীর্ঘ হওয়ার প্রেক্ষিতে (অর্থাৎ মন্ত্রী ব্রাসেলস থেকে লন্ডন হয়ে ফেরার নির্দেশনায়) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আজকের ব্রিফিং করতে যাচ্ছেন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিংটি হবে বলে নিশ্চিত করেছে সেগুনবাগিচা।
সূত্র বলছে, পররাষ্ট্রমন্ত্রী বরাবর পাঠানো যৌথ চিঠির ১৪ সিগনেটরি যুক্তরাষ্ট্র, বৃটেন ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, কানাডা, সুইজারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও অস্ট্রেলিয়া দূতাবাস এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ডেলিগেশন কার্যালয়ের প্রতিনিধির বাইরেও বেশ ক'জন জ্যেষ্ঠ কূটনীতিককে সচিবের ব্রিফিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। স্মরণ করা যায়, মন্ত্রীকে লেখা চিঠিতে চলমান সংকট সমাধানে আইনশৃঙ্খলা বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের জবাবদিহি, আটককৃত ব্যক্তিদের বিচারে যথাযথ প্রক্রিয়া অনুসরণ এবং যত দ্রুত সম্ভব সারা দেশে পুরোদমে ইন্টারনেট চালুর অনুরোধ জানানো হয়েছিলো।
চিঠিতে আন্তর্জাতিক অংশীদার হিসেবে তারা ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে সরকারের সংলাপকে স্বাগত জানিয়েছিলেন। চিঠিতে ২১ জুলাই কূটনৈতিক ব্রিফিংয়ের প্রসঙ্গ টেনে বলা হয়েছিলো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের জবাবদিহি নিশ্চিতে সরকারের আন্তরিকতা প্রশংসনীয়। সহিংসতায় জড়িত সন্দেহে আটককৃতদের বিচারে মানবাধিকার সমুন্নত রাখার তাগিদও ছিলো ১৪ মিশনের সেই চিঠিতে।