ঢাকা, ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

আবারও হামলার আশঙ্কা? বাইরে বড় জনসমাবেশ এড়াতে ট্রাম্পকে পরামর্শ সিক্রেট সার্ভিসের

মানবজমিন ডিজিটাল

(৮ মাস আগে) ২৪ জুলাই ২০২৪, বুধবার, ২:০৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

mzamin

পেনসিলভানিয়ার বাটলারে একটি জনসমাবেশে ১৩ জুলাই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হত্যার প্রচেষ্টার পর, তাঁকে বাইরে এখনই কোনও সমাবেশে যোগ  না দেবার পরামর্শ দিয়েছে  ইউএস সিক্রেট সার্ভিস। ১৩ জুলাই বেথেল পার্কের ফেয়ার গ্রাউন্ডের সভায় ট্রাম্পের উপর প্রাণঘাতী হামলা হয়। অভিযুক্ত টমাস ক্রুকের ছোড়া গুলি কান ছুঁয়ে বেরিয়ে যায়। সেই ঘটনার পর থেকেই ট্রাম্পের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। গুলি কাণ্ডের পর সিক্রেট সার্ভিসের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছিল। ট্রাম্পকে হত্যাচেষ্টার জেরে মার্কিন সিক্রেট সার্ভিসের প্রধান কিম চিটল তার দায়িত্ব থেকে সরে যাবার কথা জানান । কংগ্রেস কমিটির কাছে চিটল স্বীকার করেছেন, ট্রাম্পের সমাবেশে হামলার ঘটনা তাদের একটি বড় ব্যর্থতা। গত সোমবার কংগ্রেস কমিটির কাছে দীর্ঘ ছয় ঘণ্টা মার্কিন সিক্রেট সার্ভিসের প্রধানকে জিজ্ঞাসাবাদ করা হয়। পদত্যাগ পত্রে, চিটল জানান যে , তিনি "ভারী হৃদয়ে" এজেন্সি ছেড়ে যাওয়ার "কঠিন" সিদ্ধান্ত নিয়েছেন । পেনসিলভানিয়ার ঘটনার কথা চিঠিতে উল্লেখ করে তিনি জানান , "আমাদের দেশের নেতাদের রক্ষা করার জন্য সংস্থাটি তার মিশন পূরণ করতে ব্যর্থ হয়েছে ''।  

এরপরই সিক্রেট সার্ভিসের তরফে সতর্ক করা হলো প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থীকে। ট্রাম্পের  প্রচারণা টিম আউটডোর ভেন্যুগুলিতে সমাবেশের আয়োজনের পক্ষে ছিলেন কিন্তু  সিক্রেট সার্ভিসের  সতর্কবাণীর পর  বর্তমানে তারা  বাইরের অনুষ্ঠানের পরিকল্পনা স্থগিত করেছেন এবং পরিবর্তে বাস্কেটবল অ্যারেনা সহ ঘেরা জায়গাগুলিতে সমাবেশের আয়োজন করতে চলেছে।  প্রেসিডেন্ট নির্বাচনের দামামা বেজে ওঠার পর থেকেই   ট্রাম্প শত শত বহিরঙ্গণ সমাবেশ করেছেন যা তার সবচেয়ে উৎসাহী সমর্থকদের জন্য উৎসবের মতো হয়ে উঠেছে। ট্রাম্পের উপদেষ্টারা সিক্রেট সার্ভিসকে বলেছিলেন যে ২০২৪ সালের পুনঃনির্বাচন প্রচারণা নিয়ে তারা বড় ইভেন্ট করার পরিকল্পনা করছেন  এবং এর জন্য সুরক্ষা এবং সম্পদ বৃদ্ধির প্রয়োজন হবে। যদি ট্রাম্প এখন স্টেডিয়ামের  মতো আরও নিরাপদ স্থানে সমাবেশ করেন, তাহলে সেটি  আরও ব্যয়বহুল হবে।

সূত্র : দ্য গার্ডিয়ান

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status