অনলাইন
ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ
রাবি প্রতিনিধি
(৬ মাস আগে) ১৫ জুলাই ২০২৪, সোমবার, ১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৪৭ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর বক্তব্যের জেরে 'তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার', ' কে বলেছে কে বলেছে, সরকার সরকার' স্লোগান দিয়ে মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্লোগান দিতে দিতে তারা বিশ্ববিদ্যালয়ের মেইনগেটের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন।
রোববার রাত সাড়ে ১১টার পর থেকে বিভিন্ন হল থেকে ঝটিকা মিছিল করতে করতে বিশ্ববিদ্যালয়ের মেইনগেটে জড়ো হয়ে রাজাকার রাজাকার স্লোগান দিতে থাকেন। এ সময় প্রধান সড়ক অবরোধ করে রেখেছেন তারা। অন্যদিকে ছাত্রীদের হলে তালা মারা থাকলেও আন্দোলনরত শিক্ষার্থীদের একদল সেখানে গেলে হলের তালা খুলে দেন প্রহরীরা। তারাও মিছিল করতে করতে জোহা চত্বরে এসে বিক্ষোভ করছেন।
এ সময় শিক্ষার্থীরা 'চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, 'তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার', কে বলেছে কে বলেছে, সরকার সরকার' ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ এমন সব স্লোগান দিতে থাকে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, যৌক্তিক দাবি আদায়ে যেকোনো বাধা মোকাবিলা করতে আমরা শিক্ষার্থী সমাজ প্রস্তুত রয়েছি। যে রাজাকাররা বৈষম্য বিরুদ্ধে গিয়ে কথা বলে বাংলাদেশের ছাত্র সমাজ সেই রাজাকার হতে পেরে গর্বিত।
আমরা সবাই রাজাকার।
যেকোন অনিয়ম অবিচারের বিরুদ্বে প্রতিরোধ এভাবেই হোক।
মুক্তিযুদ্ধের চেতনার ফেরিওয়ালাদের সেই একই বুলি। এই ফেরিওয়ালারা ৭২ এ জন্ম নিলেও মুক্তিযোদ্ধা আর তাদের অন্যায়ের প্রতিবাদ করলেই তুই রাজাকার। তাদের এই ভণ্ডামি এখন এদেশের শিশুরাও বুঝে। তাইতো তারা তৈরি করেছে পাল্টা শ্লোগান।