ভারত
সংসদে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, স্পিকারকে চিঠি দিলো কংগ্রেস
মানবজমিন ডিজিটাল
(৭ মাস আগে) ৫ জুলাই ২০২৪, শুক্রবার, ২:৩০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:৫৬ অপরাহ্ন
লোকসভায় প্রেসিডেন্টের ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের জবাবে বিরোধী দলের নেতা রাহুল গান্ধী যে ভাষণ দিয়েছিলেন, তার বেশ কিছু লোকসভার রেকর্ড থেকে মুছে ফেলা হয়েছে এবং তিনি সভাকে বিভ্রান্ত করতে চেয়েছেন অভিযোগ করে নোটিশ জমা দিয়েছেন বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণও ‘অশুদ্ধ’ বলে অভিযোগ করল কংগ্রেস। যুক্তি ও তথ্যপ্রমাণ দিয়ে প্রধানমন্ত্রী ও বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের বক্তব্য রেকর্ড থেকে বাদ দেয়ার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তারা। দুজনেই প্রেসিডেন্টের ভাষণের ওপর বক্তব্য রাখতে গিয়ে মিথ্যা ও অর্ধসত্য তথ্য দিয়েছেন বলে অভিযোগ কংগ্রেসের। ওম বিড়লাকে চিঠিটি লিখেছেন, কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর। চিঠিতে তিনি অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী মোদি এবং অনুরাগ ঠাকুর ভুল এবং বিভ্রান্তিকর বিবৃতি দিয়েছেন। কংগ্রেস বলেছে, প্রধানমন্ত্রী দাবি করেছেন, ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার আগে ভারতীয় সশস্ত্র বাহিনীর কাছে পর্যাপ্ত যুদ্ধবিমান এবং অস্ত্র ছিল না। তা ভুল। ভারতের হাতে জাগুয়ার, মিগ ২৯, এসইউ-৩০, মিরাজ ২০০০-এর মতো যুদ্ধবিমান এবং পারমাণবিক বোমা-সহ অগ্নি, পৃথ্বী, আকাশ, নাগ, ত্রিশূল এবং ব্রহ্মোসের মতো ক্ষেপণাস্ত্র ছিল বলে জানিয়েছেন কংগ্রেস সাংসদ। গত ১০ বছরে যে ২৫ কোটি মানুষকে দারিদ্র্যসীমার উপরে আনা হয়েছে বলে দাবি করেছে সরকার, সেই দাবিকেও তিনি চ্যালেঞ্জ করেছেন। চিঠিতে কংগ্রেসের তরফে দাবি করা হয়, প্রধানমন্ত্রী ১৬টি রাজ্যে কংগ্রেসের ভোট কমেছে বলে উল্লেখ করেছেন। তার মধ্যে হরিয়ানা, উত্তরাখণ্ড, তেলঙ্গানা ও কর্নাটকে ভোটের হার বেড়েছে বলে দাবি তাদের। এ ছাড়াও কংগ্রেসের শাসনকালে সেনাকে বুলেটপ্রুফ জ্যাকেট দেওয়া হত না বলে প্রধানমন্ত্রী যে দাবি করেছেন, তাও মিথ্যা। কারণ, কংগ্রেসের আমলে বুলেটপ্রুফ জ্যাকেট হয়তো কম ছিল, কিন্তু দেওয়া হত। মুম্বইয়ে জঙ্গি হানা তার প্রমাণ। কংগ্রেস নারীদের প্রতি মাসে ৮,৫০০ টাকা দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে বলে প্রধানমন্ত্রী যে অভিযোগ করেছেন, তাও ভ্রান্ত বলে জানিয়েছেন কংগ্রেস সাংসদ। স্পিকারকে লেখা চিঠি থেকেই স্পষ্ট সংসদের ভিতরে ও বাইরে আগামী পাঁচবছর যে বিজেপি একগালে চড় মারলে, তারা আরেক গাল বাড়িয়ে দেবে না, তা প্রথমেই স্পষ্ট বুঝিয়ে দিল হাত শিবির।
সূত্র : দ্য হিন্দু