ঢাকা, ১৯ মার্চ ২০২৫, বুধবার, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৬ হিঃ

ভারত

লাদাখে নদীতে ৫ পাঁচ ভারতীয় সেনার মৃত্যু

মানবজমিন ডিজিটাল

(৮ মাস আগে) ২৯ জুন ২০২৪, শনিবার, ৪:৩৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:০৩ পূর্বাহ্ন

একটি মর্মান্তিক দুর্ঘটনায় পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (LAC) দিকে মোতায়েন পাঁচ ভারতীয় সেনা প্রাণ হারালেন। সেনার তরফে এই দুর্ঘটনার খবর নিশ্চিত করে বলা হয়েছে, ২৮ জুন রাতে সামরিক প্রশিক্ষণ চলাকালীন ওই ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় পাঁচ জনেরই মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসারও রয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস একটি সোশ্যাল মিডিয়া বার্তায় বিশদভাবে জানিয়েছে যে, "আচমকা নদীতে পানির স্তর বৃদ্ধির কারণে পূর্ব লাদাখের সাসের ব্রাংসার কাছে শ্যাওক নদীতে একটি আর্মি ট্যাঙ্ক আটকে যায়। উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যায়। তবে উচ্চ স্রোত এবং পানির  স্তর বৃদ্ধির কারণে উদ্ধার অভিযান সফল হয়নি এবং ট্যাঙ্কের মধ্যে থাকা জওয়ানরা  প্রাণ হারায়। '

ওই ঘটনায় শনিবার শোকপ্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । তিনি বলেন, ‘‘লাদাখে দুর্ঘটনায় পাঁচ সাহসী সেনা জওয়ানের মৃত্যুর ঘটনায় আমরা বেদনার্ত। দেশ এই সেনা জওয়ানদের অবদান ভুলবে  না। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। গোটা দেশ তাদের পাশে রয়েছে।’’

এটি দ্বিতীয় বৃহত্তম ঘটনা যেখানে সেনারা অ্যাকশনে থাকাকালীন  নিহত হলেন । এর আগে ভারতীয় সেনাবাহিনী এবং পিপলস লিবারেশন আর্মির সৈন্যরা ২০২০ সালের জুনে গালওয়ানে সংঘর্ষে নিহত হয়েছিল। ভারত এবং চীন উভয়ই পূর্ব লাদাখে এলএসি বরাবর ভারী সেনা মোতায়েন রেখেছে।  ডেপসাং এবং ডেমচোকের দুটি  পয়েন্টে  অচলাবস্থা সৃষ্টি হওয়ায় এখনো সেখানে উত্তেজনা বিরাজ করছে।  দুই তরফে একাধিক ফ্রিকশন পয়েন্ট নিয়ে সমঝোতার আলোচনা না হওয়ার ফলে সেখানে সংঘাত রয়ে গিয়েছে। ভারতীয় সেনার লেহ-ভিত্তিক ফায়ার অ্যান্ড ফিউরি ১৪ কর্পস বিশ্বের সবচেয়ে সংবেদনশীল সীমান্ত এবং যুদ্ধক্ষেত্রগুলি পরিচালনা করে। পশ্চিম ও পূর্ব লাদাখের এলাকাগুলোও এর দায়িত্বের আওতায় আসে। পশ্চিম লাদাখে কারগিল অন্তর্ভুক্ত, যেখানে পাকিস্তানের সাথে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) রয়েছে, যখন পূর্ব লাদাখে, কর্পস চীনের সাথে তার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) ভাগ করে নেয়। বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র, সিয়াচেন ব্রিগেড এই কর্পসের অধীনে আসে।

সূত্র : নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status