ঢাকা, ৯ জুলাই ২০২৫, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

'বারাণসী থেকে প্রিয়াঙ্কা প্রতিদ্বন্দ্বিতা করলে মোদি হেরে যেতেন'

মানবজমিন ডিজিটাল

(১ বছর আগে) ১২ জুন ২০২৪, বুধবার, ১:৩৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

mzamin

বারাণসী থেকে ভোটে লড়লে ২-৩ লাখ ভোটে নরেন্দ্র মোদিকে হারিয়ে দিতেন প্রিয়াঙ্কা গান্ধি। এমনি দাবি করলেন রাহুল গান্ধি। তার কথায়, ‘আমি একথা কোনও ঔদ্ধত্য থেকে বলছি না। আমি একথা বলছি কারণ ভারতের মানুষ প্রধানমন্ত্রীকে বার্তা দিয়েছেন তারা ওর রাজনীতি নিয়ে সন্তুষ্ট নন। ঘৃণা ও হিংসার বিরুদ্ধে নিজেদের অবস্থান বুঝিয়ে দিয়েছেন ভারতীয় নাগরিকরা।’

লোকসভা ভোটে রায়বরেলীতে রাহুল গান্ধির জয় ও অমেঠীতে স্মৃতি ইরানিকে হারিয়ে কংগ্রেসের কিশোরীলাল শর্মার জয়ের জন্য দুই লোকসভা কেন্দ্রের মানুষকে ধন্যবাদ জানাতে রাহুল ও প্রিয়াঙ্কা রায়বরেলী গিয়েছিলেন। সেখানেই তিনি একথা বলেন। ব্যাপকভাবে অনুমান করা হয়েছিল যে, এবারের লোকসভা নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধি আত্মপ্রকাশ করবেন, আমেঠি এবং রায়বরেলী লোকসভা আসনগুলো তার সম্ভাব্য পছন্দ। রাহুল গান্ধী রায়বেরেলী থেকে লড়ার সিদ্ধান্ত নেন। এটি তার পারিবারিক ঘাঁটি যা আগে তার মা সোনিয়া গান্ধীর হাতে ছিল। এবারের নির্বাচনে চারশো পারের দাবি করলেও শেষপর্যন্ত এনডিএ  তিনশো পেরয়নি। বিজেপির আসনসংখ্যা একলাফে অনেকটাই কমেছে। এহেন পারফরম্যান্সের প্রতীকী প্রকাশ যেন প্রধানমন্ত্রী মোদির বারাণসীতে জয়ের মধ্যেও রয়েছে। গণনার দিন শুরুতে দেখা গিয়েছিল ৬ হাজারেরও বেশি ভোটে হারছেন মোদি। পরে অবশ্য সামলে নেন তিনি। লোকসভা ভোটের ফল নিয়ে রাহুল বলেন, ‘আমেঠী, রায়বরেলী-সহ উত্তরপ্রদেশ দেশকে রাস্তা দেখিয়েছে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এখন সংবিধান তুলে মাথায় ঠুকতে হচ্ছে। উত্তরপ্রদেশের মানুষই মোদিকে এ কাজে বাধ্য করেছেন। বারাণসীতে নরেন্দ্র মোদি কোনওক্রমে বেঁচে গিয়েছেন। বারাণসীতে এবার মোদির জয়ের ব্যবধান পাঁচ লাখ থেকে কমে দেড় লাখ হয়েছে।’

২০১৪ সালে মোদি এখানে জিতেছিলেন ৩ লাখ ৭১ হাজার ৭৮৪ ভোটে। ২০১৯-এ সেই ব্যবধান বাড়ে অনেকটাই। সেবার নিকটতম প্রতিদ্বন্দ্বী শালিনী যাদবকে ৪ লাখ ৭৯ হাজার ৫০৫ ভোটের ব্যবধানে পরাজিত করেন মোদি। ভোট পেয়েছিলেন ৬৩.৬২ শতাংশ।

সূত্র : ইন্ডিয়া টুডে

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status