ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

এখনও যেভাবে সুপার এইটে যেতে পারে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

(১০ মাস আগে) ১০ জুন ২০২৪, সোমবার, ৬:৪৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৪৩ পূর্বাহ্ন

mzamin

টি-টোয়েন্টি বিশ্বকাপে খাদের কিনারায় চলে গিয়েছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের পর ভারতের বিপক্ষেও হেরেছে তারা। টানা দুই হারে বাবর-রিজওয়ানের টুর্নামেন্ট থেকে বিদায় প্রায় নিশ্চিত। যদিও এখনও কাগজে কলমে সুপার এইটে ওঠার আশা টিকে আছে ২০০৯ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের। 

গ্রুপপর্বের ৪ ম্যাচের মধ্যে ২টি খেলে এখন পর্যন্ত কোনো পয়েন্ট নেই পাকিস্তানের, পয়েন্ট তালিকার অবস্থান চতুর্থ। এ গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ভারত সবার ওপরে। সমান ম্যাচে ৪ পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে। আর ২ ম্যাচে ১ জয় নিয়ে কানাডার অবস্থান তিন নম্বরে।

পাকিস্তান পরের দুটি ম্যাচ খেলবে কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে। কানাডার বিপক্ষে ম্যাচটি ১১ই জুন, আর আয়ারল্যান্ড ম্যাচটি হবে ১৬ই জুন। সুপার এইটে যেতে হলে এই দুই ম্যাচে শুধু নিজেরা বড় ব্যবধানে জিতলেই হবে না, পাকিস্তানকে চেয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলের দিকেও, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাকি দুই ম্যাচ হারতেই হবে। 

সেক্ষেত্রে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠবে। পাকিস্তান আর যুক্তরাষ্ট্রের পয়েন্ট সমান হয়ে যাবে। দুটি দলের মধ্যে নেট রান রেটে যারা এগিয়ে থাকবে, সুপার এইটে উঠবে তারা। তবে যুক্তরাষ্ট্র যদি আয়ারল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে তখনই আসর থেকে পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে যাবে।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status