ভারত
২৮ মে থেকে কলকাতার একাংশে জারি ১৪৪ ধারা
সেবন্তী ভট্টাচার্য্য , কলকাতা থেকে
(১ বছর আগে) ২৭ মে ২০২৪, সোমবার, ৯:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৪৬ অপরাহ্ন

মধ্য কলকাতার একাংশে ৬০ দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হচ্ছে। বিবৃতি দিয়ে এই নির্দেশের কথা জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। কলকাতার পুলিশ কমিশনারের তরফে জারি করা ওই নির্দেশিকায় বলা হয়, আগামী ২৮ মে থেকে ২৬ জুলাই বৌবাজার, হেয়ার স্ট্রিট থানা এবং ট্র্যাফিক গার্ড (সদর)-এর আওতায় থাকা ধর্মতলার কেসি দাশ ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউসের দিকে যাওয়ার রাস্তায় ১৪৪ ধারা জারি থাকবে। তবে বেন্টিক স্ট্রিট এই নির্দেশিকার বাইরে থাকবে। নির্ভরযোগ্য সূত্রে পুলিশ জানতে পেরেছে, শহরের ওই অংশে ‘হিংসাত্মক কর্মসূচি’ হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৮ মে কলকাতায় ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন কলকাতা উত্তর কেন্দ্রে তার রোড-শো করার কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মিছিল করতে পারেন ওই কেন্দ্রে। তার আগেই জারি করা হল ১৪৪ ধারা। যদিও পুলিশ কমিশনার যে এলাকায় ১৪৪ ধারা জারি করার নির্দেশ দিয়েছেন, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী— দু’জনেরই রোড-শো বা পদযাত্রা ওই অংশ দিয়ে যাওয়ার কথা নয়। তাদের ‘রুট’ অন্য। আর পুলিশ বলছে, ১৪৪ ধারা জারি করা ‘রুটিন’। যদিও এই নির্দেশিকার জারির বিরুদ্ধে এবার সরব হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি মনে করছেন, এই পদক্ষেপ সাধারণ মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ। ভাল করে ভাবনা চিন্তা করে এই পদক্ষেপ নেয়া উচিত ছিল। রাজ্যপাল বোসের মতে, নির্দেশিকাটি লাগু করার আগে সংবিধানের নীতি অনুযায়ী কাউন্সিল অফ মিনিস্টারের কাছে পেশ করা উচিত। বিবৃতিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্দেশিকা জারি করার আগে ঠিক মতো মাথা ঘামাননি। কোনও রকম বিবেচনা না করেই এই ‘রুটিন’ নির্দেশিকা জারি করা হয়েছে।