অনলাইন
নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় আজিজ
আমি অবাক হয়েছি
অনলাইন ডেস্ক
(৮ মাস আগে) ২১ মে ২০২৪, মঙ্গলবার, ৩:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩৯ পূর্বাহ্ন

মার্কিন নিষেধাজ্ঞায় বিস্ময় প্রকাশ করেছেন সাবেক সেনাপ্রধান অবরসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেছেন, ‘আমি অবাক হয়েছি। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমি নিশ্চিত, এটা লোকজন বুঝবে।’
মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সাবেক এই সেনাপ্রধান বলেন, আমি এখানে দেখতে পাচ্ছি, অল দ্য প্রাইম মিনিস্টারস মেন অনুষ্ঠানে যে অভিযোগ দুটি আনা হয়েছিল, সেটির সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। যদিও এখানে অত কিছু বিস্তারিত বলা হয়নি কিন্তু, একই জিনিস।
আজিজ বলেন, ‘প্রথম অভিযোগ হলো, আমি আমার ভাইকে বাংলাদেশের প্রচলিত যে আইন আছে, তার অপরাধ কর্মকাণ্ড থেকে সে যাতে এড়িয়ে চলতে পারে সে জন্য আমি আমার পদ-পদবি ব্যবহার করে তাকে সহযোগিতা করে দুর্নীতি করেছি।
দ্বিতীয় হলো, আমি সেনাপ্রধান হিসেবে আমার ভাইকে সামরিক কন্ট্রাক্ট দিয়ে ঘুষ নিয়েছি; আমি আরেকটি দুর্নীতি করেছি।’
তিনি বলেন, ‘প্রথম অভিযোগের বিষয়ে বলবো, আমার সেই ভাই, যদিও এখানে নাম উল্লেখ করা হয়নি, আমি জেনারেল হওয়ার অনেক আগে থেকে বিদেশে এবং নিশ্চয়ই সে বৈধ পাসপোর্ট নিয়েই বিদেশে গেছে। সেখানে দেশ থেকে চলে যাওয়ার বা দেশের প্রচলিত আইন ফাঁকি দেয়ার ক্ষেত্রে আমি আমার পথ-পদবি ব্যবহার করেছি এই অভিযোগ আমি মেনে নিচ্ছি না। মেনে নিতে পারি না, এটা সঠিক না।
দ্বিতীয় অভিযোগের ক্ষেত্রে বলবো, ‘আমি চার বছর বিজিবি প্রধান এবং তিন বছর সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালনকালে কেউ যদি একটা প্রমাণ দিতে পারে আমি আমার ভাই বা আত্মীয়কে বিজিবি বা সেনাবাহিনীতে কোনো কন্ট্রাক্ট দিয়েছি, আমি যে কোনো কনসিকোয়েন্স মেনে নিতে প্রস্তুত আছি। আমি আমার কোনো আত্মীয়-স্বজন, ভাইকে কোনো কন্ট্রাক্ট দেইনি।’
পাঠকের মতামত
জাতী আরো বেশী অবাক !!! আপনার মত লোক বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ পেলেন কেমনে ?? আপনার আর বেঞ্জির এর মত লোকেরা এই দেশ জাতীর মাথায় কলঙ্ক এর তাজ পরিয়েছেন যা বহন করা জাতীর জন্য খুবই কষ্টকর !!!
Bangladesh sorkarero uchit ederke (G. Aziz) jele vore rakha
আপনি ভাগ্যবান,আপনি অবাক, জনগণ হতোবাক.... সাবেক সেনাপ্রধান ও সাবেক পুলিশ প্রধান দু'জনই দু'জনার.... দুজনেই সরকারি দায়িত্ব সঠিকভাবে(?) চালানোর জন্য পুরষ্কার পাওয়ার দাবি রাখেন?...
সাবেক পুলিশ ও র্যাব প্রধান বেনজির কে ও এই আওতায় আনতে হবে। তাদের কারনে আজ ভোট ছাড়া সরকার দেশ পরিচালনা করতেছে।
আহারে! একেবারে ফুলের মত পবিত্র! 2018 সালের নৈশ নির্বাচনের পরে বলেছেন এতভালো নির্বাচন জীবনেও দেখেননি। মনে আছে?
আমরা ও তো অবাক। এত নিস্পাপ একজন মানুষ।
আখেরাতেও কেহ অপরাধ স্বীকার করবেন না। এটতো দুনিয়া।
টিনের চালে কাক... আমিতো অবাক!
লু ফুচকা আর দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য আসছে। ভুলে আজিজের নাম আসছে মনে হয়। তলে তলে সব ওকে ছিলো !!!! এটার নাম আমেরিকা, কাকে কিভাবে করবে তাও কেউ ধারনাও করতে পারে না। কি আজব .........LOL
পাক, বাংলার ইতিহাসে এই প্রথম, এই যেন শেষ হয়।
আমি অভাক হইনি
I am also surprised to see you surprised :)
I’m তো অবাক
হায় ! শিক্ষা - ; হায় ! বিবেক !
অংশগ্রহণ মুলক নির্বাচনের বিষয়ে আপনার ভুমিকা নিয়ে কিছু বললেন না যে।
কিন্তু জেনারেল সাহেবকে তো আমরা কখনো আস্থায় নেইনি।
Funny!!!!Nothing to worry as people are concerned....
অপরাধী সাব্যস্ত হওয়ার পর সবাই দেখি ওই একই কথা বলে। বলে কি 'কোন প্রমাণ আছে', পারলে প্রমাণ দিক' ইত্যাদি ইত্যাদি।
OhO....তাই নাকি!? অবাক হয়েছেন??
ক্ষমতার অপব্যবহার করে অপরাধী ভাইকে জামিন করানোর জন্য এই নিষেধাজ্ঞা হতে পারে । অবাক হওয়ার কিছুই নাই ।