বাংলারজমিন
মাগুরায় অনুদান পেলেন ৮ সাংবাদিক
মাগুরা প্রতিনিধি
৮ জুলাই ২০২২, শুক্রবার
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হতে মাগুরায় কর্মরত ৮ জন সাংবাদিকের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানপ্রাপ্ত ৮ জন সাংবাদিকের হাতে চেক তুলে দেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার রেজাউল করিম, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান, সিনিয়র সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমান, সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক ড. মুসাফির নজরুল, সাংবাদিক রাশেদ খান, সাংবাদিক কাজী আশিক রহমান ও সাংবাদিক শেখ ইলিয়াস মিঠুন প্রমুখ। এবার জেলায় ৮ জন সাংবাদিককে ৪ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। অনুদানপ্রাপ্ত সাংবাদিকরা হলেন- সাংবাদিক নাযিমুল ইসলাম সিদ্দিকী (ইউএনবি), সাংবাদিক কাজী আশিক রহমান (প্রথম আলো), সাংবাদিক মো. শাহীন আলম তুহিন (মানবজমিন), আব্দুল হাকিম (নিউ নেশন), সাংবাদিক আরাফাত হোসেন (জিটিভি, বাংলাদেশ বেতার), সাংবাদিক বিকাশ বাছার (আমার বার্তা), সাংবাদিক জয়ন্ত জোয়ারদার (বাংলা নিউজ) ও সাংবাদিক হাবিবুল হক (গ্রামের কাগজ)।