ঢাকা, ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

কালীগঞ্জে ২ মাস ধরে সহকারী কমিশনারের পদ শূন্য

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার

লালমনিরহাটের কালীগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) পদটি দুই মাস ধরে শূন্য রয়েছে। জনগুরুত্ব এ পদে এসিল্যান্ড না থাকায় ভোগান্তিতে পড়েছে সেবাগ্রহীতারা। দীর্ঘদিন ধরে এই পদটি শূন্য থাকায় জমি কেনাবেচা, নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়সহ বিভিন্ন কার্যক্রম ব্যাহত হয়ে আসছে। পাশাপাশি বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমও থমকে গেছে। ফলে, অপরাধ প্রবণতা বেড়ে গেছে আশঙ্কাজনক হারে।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৮ই ফেব্রুয়ারি এসিল্যান্ড দিতী রায় উচ্চশিক্ষার জন্য ছুটি নিয়ে বিদেশে চলে গেছেন। এরপর থেকে পদটি শূন্য রয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা নিশ্চিত করেছেন। তিনি এসিল্যান্ডের অতিরিক্ত দায়িত্বে থাকলেও নিজের দপ্তর সামলাতেই তিনি হিমশিম খাচ্ছেন। সঙ্গত কারণে কালীগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নের জনগণ ভূমি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। 
ভুক্তভোগী গোলাম মোস্তফা বলেন, দুই মাস আগে নামজারির জন্য আবেদন করেছিলাম। কিন্তু এখনো কোনো অগ্রগতি হয়নি। অফিসের কেউ নিশ্চিত করে বলতে পারছে না, কবে নাগাদ কাজটি সম্পন্ন হবে। শুধু সাধারণ জনগণই নন, দলিল লেখকরাও ভূমি অফিসের সেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন। ভুক্তভোগী কয়েকজন দলিল লেখক বলেন, প্রতিদিন কালীগঞ্জ এলাকায় প্রচুর জমি কেনাবেচা হয়। কিন্তু নামজারি, বাটোয়ারা এবং খাজনা পরিশোধ ছাড়া জমি হস্তান্তর করা যায় না। এসিল্যান্ড না থাকায় এসব কাজ আটকে আছে। উপজেলা ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে এসিল্যান্ড না থাকায় এসব অফিসেও ভূমি সংক্রান্ত সেবা ব্যাহত হচ্ছে চরমভাবে। 
ভোটমারী ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা অতুল চন্দ্র রায় বলেন, প্রায় দুই মাস ধরে এসিল্যান্ড না থাকায় নামজারি ও জমা খারিজের কাজ ধীরগতিতে চলছে। এতে সেবাগ্রহীতারা ঠিকমতো সেবা পাচ্ছেন না। তাদের বোঝানোও কঠিন হয়ে পড়ছে। এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, সহকারী কমিশনার (ভূমি) পদে অফিসার পদায়ন করতে জেলা প্রশাসককে অফিসিয়ালি জানানো হয়েছে। বর্তমানে ভূমি অফিসের সেবা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status