বাংলারজমিন
সীতাকুণ্ডে কৃষক দল নেতার উদ্যোগে খাল পরিষ্কার
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
১ জুলাই ২০২৫, মঙ্গলবারসীতাকুণ্ড উপজেলার ৪ নং মুরাদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাসনাবাদ ডালি পাড়া সড়ক সংলগ্ন বাড়িয়াখালী খালটি দীর্ঘ ১৭ বছর ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। খালটির কোনো ধরনের সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে তীব্র জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে কৃষিজমিতে পানি জমে চাষাবাদে বিঘ্ন ঘটছে। স্থানীয় কৃষকদের ভাষ্য, দীর্ঘদিন ধরে খালের দুই পাশে জমে থাকা গাছপালা, ঝোপঝাড় ও আবর্জনার কারণে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে গেছে। এতে ধানের চারা রোপণসহ নানা কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে মুরাদপুর ইউনিয়ন কৃষক দলের ৫ নং ওয়ার্ড সভাপতি ও কৃষক দলের উপজেলা নির্বাহী সদস্য তসলিম উদ্দিন ভূঁইয়া এবং বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য ইসহাক মেম্বারের নেতৃত্বে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ খালটি পরিষ্কার করা হয়েছে। প্রায় ৫০ হাজার টাকার স্বেচ্ছাশ্রমে খালের দুই পাশের গাছের ডাল, জঙ্গল ও ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।