ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

সিলেট সিটি করপোরেশনের ৮ স্থাপনা ইজারা দিয়ে ১ কোটি ৮৬ লাখ টাকা রাজস্ব আদায়

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১ জুলাই ২০২৫, মঙ্গলবার

সিলেট সিটি করপোরেশনের মালিকানাধীন ৮টি স্থাপনা ২০২৫-২৬ অর্থবছরের জন্য ইজারা দিয়ে ১ কোটি ৮৬ লাখ ২ হাজার ৫শ’ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। যা চলতি অর্থবছরের চেয়ে ৬৭ লাখ ৭৩ হাজার ৪শ’ টাকা বেশি। সম্প্রতি দরপত্র আহ্বান করে যথাযথ প্রক্রিয়ায় এসব স্থাপনা ইজারা প্রদান করা হয়। দক্ষিণ সুরমা কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালের অভ্যন্তরে যানবাহন-কাউন্টার হতে টোল আদায়ের জন্য সর্বাধিক ১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকায় ইজারা প্রদান করা হয়েছে। এ ছাড়া উত্তর সুরমার কুমারগাঁওস্থিত বাস টার্মিনালের যানবাহন ও পাবলিক টয়লেট হতে টোল আদায় এবং বাস টার্মিনালের অভ্যন্তরে দোকান-কোঠা হতে ভাড়া আদায় বাবদ ১৬ লাখ ৮০ হাজার টাকা, কালীঘাট যাত্রী ছাউনি সংলগ্ন পাবলিক টয়লেট ১ লাখ ২৩ হাজার ৫০০ টাকা, কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর সংলগ্ন পাবলিক টয়লেট ৬ লাখ ২২ হাজার টাকা, চৌহাট্টা সিভিল সার্জন অফিস সংলগ্ন পাবলিক টয়লেট ১ লাখ ৭ হাজার টাকা, দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনালের অভ্যন্তরে পাবলিক টয়লেট (২টি ভবনে ৭টি টয়লেট এরিয়া) ১২ লাখ ২২ হাজার টাকা, সুরমা নদীপথে বহিরাগত জাহাজ ও বলগেট-নৌকা দ্বারা পাথর, বালু ও পণ্য পরিবহনের ওপর কর-টোল আদায় বাবদ ৬ লাখ ৫০ হাজার টাকা এবং উপশহরস্থ রোজভিউ হোটেল সংলগ্ন হলদি ছড়া ওয়াকওয়ে ইজারা দিয়ে ৫৯ হাজার টাকা রাজস্ব আদায় করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে (চলতি অর্থবছর) দক্ষিণ সুরমা কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালের অভ্যন্তরে যানবাহন-কাউন্টার হতে টোল আদায়ের জন্য ৯৭ লাখ ৫০ হাজার টাকায় ইজারা প্রদান করা হয়। উত্তর সুরমার কুমারগাঁওস্থিত বাস টার্মিনালের যানবাহন ও পাবলিক টয়লেট হতে টোল আদায় এবং বাস টার্মিনালের অভ্যন্তরে দোকান-কোঠা হতে ভাড়া আদায় বাবত ৭ লাখ ১১ হাজার টাকা, কালীঘাট যাত্রী ছাউনি সংলগ্ন পাবলিক টয়লেট ৮৬ হাজার টাকা, কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর সংলগ্ন পাবলিক টয়লেট ৩ লাখ ১৯ হাজার টাকা, চৌহাট্টা সিভিল সার্জন অফিস সংলগ্ন পাবলিক টয়লেট ৬২ হাজার ১০০ টাকা, দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনালের অভ্যন্তরে পাবলিক টয়লেট (২টি ভবনে ৭টি টয়লেট এরিয়া) ৫ লাখ ২১ হাজার টাকা, সুরমা নদীপথে বহিরাগত জাহাজ ও বলগেট-নৌকা দ্বারা পাথর, বালু ও পণ্য পরিবহনের ওপর কর-টোল আদায় বাবত ৩ লাখ ৮০ হাজার টাকায় ইজারা দেয়া হয়। চলতি অর্থবছর উপশহরস্থ রোজভিউ হোটেল সংলগ্ন হলদি ছড়া ওয়াকওয়ে ইজারা দেয়া হয়নি। আগামী অর্থবছরের জন্য দক্ষিণ সুরমা পারাইরচক কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল এবং ধোপাদীঘির দক্ষিণপার ওসমানী শিশু উদ্যান সংলগ্ন পাবলিক টয়লেট ইজারা প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status