বাংলারজমিন
হাসপাতালে গৃহবধূর মরদেহ ফেলে পালালো শ্বশুরবাড়ির লোকজন
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
১ জুলাই ২০২৫, মঙ্গলবারমাদারীপুরের রাজৈরে সরকারি হাসপাতালে এক গৃহবধূর মরদেহ ফেলে পালিয়েছে শ্বশুরবাড়ির লোকজন। গত রোববার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ জেসমিন (২৫) রাজৈর পৌর এলাকার মোল্লাকান্দি গ্রামের আমির মাতুব্বরের ছেলে ইতালি প্রবাসী রানা মাতুব্বরের স্ত্রী। জেসমিন উপজেলার বদরপাশা ইউনিয়নের গোপালগঞ্জ গ্রামের শাহ আলম হাওলাদারের মেয়ে। তবে ওই গৃহবধূর পরিবারের অভিযোগ এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হাসপাতাল ও নিহতের পরিবার জানায়, পাঁচ বছর আগে রানা মাতুব্বরের সঙ্গে জেসমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই জেসমিন পারিবারিক কলহ ও নির্যাতনের শিকার হয়ে আসছিল। রোববার সন্ধ্যায় আহত অবস্থায় তাকে রাজৈর হাসপাতালে নিয়ে আসে তার শ্বশুরবাড়ির লোকজন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে মরদেহ রেখেই পালিয়ে যান তারা। পরে খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে রাজৈর থানায় নিয়ে যায় পুলিশ।
নিহতের চাচা সাইফুল হাওলাদার জানান, এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিয়ের পর থেকেই জেসমিন পারিবারিক কলহ ও নির্যাতনের শিকার হয়ে আসছিল। আমরা বারবার আপসের চেষ্টা করেছি, কিন্তু কোনো সমাধান হয়নি। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুরবাড়ির লোকজন পলাতক থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এ ঘটনায় তদন্ত চলছে ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।