ঢাকা, ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

‘ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হয়েছি, আমেরিকার শৃঙ্খলে আবদ্ধ হওয়ার জন্য নয়’

ফেনী প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার
mzamin

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, আমরা নতুন কোনো ফ্যাসিবাদের যাঁতাকলে পৃষ্ঠ হওয়ার জন্য রক্ত দেইনি। ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হয়েছি, আমেরিকার শৃঙ্খলে আবদ্ধ হওয়ার জন্য নয়। জুলাই-আগস্টের স্পিরিটকে সম্মান জানিয়ে এদেশে রাজনীতি করতে হবে। ইসলামের বিরুদ্ধে উপদেষ্টা ইউনূসের অবস্থান হলে আপনাকে ডাস্টবিনে ছুড়ে ফেলতে দেরি হবে না। গতকাল সন্ধ্যায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
মামুনুল হক বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনে ইসলামবিরোধী সংস্কার প্রস্তাব দেয়ায় দেশের ধর্মপ্রাণ আলেম ওলামারা তা প্রত্যাখ্যান করেছে। ইসলামকে কটাক্ষ করে ইসলামী আইন না মেনে দেয়া প্রস্তাবনা বা এ ধরনের সংস্কার কমিশনের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। আগামী ৩রা মে হেফাজত ইসলামের সমাবেশ থেকে এ বিষয়ে কর্মসূচি দেয়া হবে। তিনি বলেন, সংবিধান সংস্কার নামে বহুত্ববাদ এদেশের মানুষ আবারো রক্ত দিয়ে রুখে দেবে। সংবিধানে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করতে হবে। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা পাখির মতো মানুষ হত্যা করে বিগত ১৫ বছরে এদেশে গুম-খুনের রাজত্ব কায়েম করেছিল। হেফাজতের সমাবেশে ও ছাত্র-জনতার আন্দোলনে নিরীহ মানুষকে খুন করে সে উপহাস করেছিল। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শাপলা চত্বরে হেফাজত কর্মীদের নির্মম গণহত্যার এবং খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে ফেনীতে গণ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা সভাপতি মাওলানা জসিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর শায়খুল হাদিস মাওলানা আফজালুর রহমান, মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহম্মেদ, যুগ্ম-মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবু সাঈদ নোমান ও কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া। জেলা সেক্রেটারি মাওলানা আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুফতি আবদুল হান্নান, সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, ইসলামী আন্দোলন ফেনী জেলার সেক্রেটারি মাওলানা একরামুল হক, হেফাজতে ইসলামের ফেনী জেলা সভাপতি মাওলানা ওমর ফারুক প্রমুখ।

 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status