ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

ইবি প্রতিনিধি
৬ জুলাই ২০২৫, রবিবার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক চা দোকানদারের নিকট চাঁদা দাবির অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে। শনিবার দুপুর ১টার দিকে তারা চাঁদা দাবি করেন বলে জানা গেছে। এ সময় চাঁদা না দিলে দোকান বন্ধ করে দেয়ারও হুমকি দেয়া হয় বলে জানান দোকানি আব্দুল আহাদ। ফলে ব্যবসার নিরাপত্তা চেয়ে বিকাল চারটার দিকে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন তিনি। অভিযুক্ত দুই নেতা হলেন, ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উল্লাস মাহমুদ এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও ম্যানেজমেন্ট বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির হোসেন। লিখিত অভিযোগে দোকানদার আহাদ জানান, তিনি ক্যাম্পাসের আমবাগান সংলগ্ন এলাকায় চায়ের দোকানদার। কয়েকদিন আগে ছাত্রদলের উল্লাস নামে একজন তাকে দোকান বন্ধ করার জন্য বলে। কিন্তু দোকান বন্ধ না করায় সে শনিবার দুপুর ১টার দিকে ছাত্রদল নেতা সাব্বিরকে নিয়ে তার দোকানে যায় এবং চাঁদা দাবি করে। দোকানদার আহাদ চাঁদা না দিলে তাকে দেখে নেয়ার হুমকি দেন ওই দুই ছাত্রদল নেতা। এমতাবস্থায় আহাদ প্রক্টরের নিকটে নিরাপদে ব্যবসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। দোকানদার বলেন, উল্লাস মাহমুদ এবং সাব্বির নামের দুজন দোকানে এসে কিছু টাকা দাবি করে। টাকা দিলে ক্যাম্পাসে কোন সমস্যা হবে না, বড় ভাইও খুশি থাকবে এমনটা জানায়। টাকা না দেয়ায় তারা হুমকি দিয়েছে। এই বিষয়ে সাব্বির হোসেন বলেন, এটা মিথ্যা এবং ফালতু কথা। অন্যদিকে উল্লাস মাহমুদ বলেন, আমার নামে চাঁদা দাবির যে অভিযোগ উঠেছে সে সম্পর্কে তো কিছুই জানি না। মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। এমনকি অভিযোগকারীকেও আমি ভালোভাবে চিনি না। ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, বিষয়টি আমার জানা নেই। ছাত্রদল করে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। কেউ এমন করে থাকলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও ব্যবস্থা নেওয়ার দাবি জানাবো। প্রক্টর ড. শাহিনুজ্জামান বলেন, অফিস থেকে আমাকে জানালো এক দোকানদান অভিযোগ দিয়ে গেছে। অফিস টাইম শেষ হওয়ার কারণে দেখার সুযোগ হয়নি। অফিস সময়ে অভিযোগটি দেখে তারপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

১০

মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা/ মোবাইল চোরকে সহযোগিতা করাই কাল হলো

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status