বাংলারজমিন
দোহারে বিএনপি নেতা হারুন মাস্টার হত্যা মামলায় গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার, দোহার থেকে
৬ জুলাই ২০২৫, রবিবারঢাকার দোহারে আলোচিত বিএনপি নেতা হারুন-রশীদ মাস্টার হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামি মো. ফারুক (৫৮) কে আটক করেছে দোহার থানা পুলিশ। শনিবার বিকালে নয়াবাড়ি ইউনিয়নের পূর্ব ধোয়াইর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ বিষয়ে দোহার থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী জানান, হারুন মাস্টার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. ফারুক হোসেনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে হারুন মাস্টার হত্যা মামলার আয়ু মাহমদুপুর ফাঁড়ির ইনচার্জ এসআই মো: জোবাইদুল হক বলেন, গ্রেপ্তারকৃত আসামি মো. ফারুক হোসেনের জন্য কাল আদালতে রিমান্ড চাইবো। গ্রেপ্তারকৃত মো. ফারুক হোসেন পূর্ব ধোয়াইর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
এদিকে গত শুক্রবার দিবাগত রাতে হারুন মাস্টার হত্যা মামলায় ৭ জনকে তালিকাভুক্ত করে অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে মামলা করেন নিহত হারুন মাস্টারের ছোট ভাই আব্দুল মান্নান। গত বুধবার নয়াবাড়ি বাহ্রা এলাকায় নির্মমভাবে গুলি ও কুপিয়ে হত্যা করে ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুন অর রশীদ মাস্টারকে।