বাংলারজমিন
রামগঞ্জে ইজিবি টেন্ডার বাতিল করে দোকান ফিরিয়ে দিতে মানববন্ধন
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৫, শুক্রবারশর্ত ভঙ্গ করে রামগঞ্জ পৌরসভা ও রাজনৈতিক ইন্ধনে উপজেলা প্রশাসন কর্তৃক ষড়যন্ত্রমূলক ইজিবি টেন্ডার বাতিল করে প্রকৃত ব্যবসায়ীদের দোকান ফিরিয়ে দেয়ার দাবিতে রামগঞ্জ বাজার মৎস্যজীবী সমবায় সমিতি এবং কাঁচা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীগণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল সকাল ১১টায় রামগঞ্জ-কাঁচা বাজার সড়কে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে ব্যবসায়ীরা জানান, বিগত ১৯৯৪ সালে তাদের রেজিঃকৃত বাজার মৎস্যজীবী সমবায় সমিতি এবং কাঁচা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির অনুকূলে তৎকালীন জেলা প্রশাসন রামগঞ্জ কাঁচা বাজার বন্দবস্ত প্রদান করে। পরে ১৯৯৭ সালে স্থানীয় হেদায়েত উল্যা গং জাল দলিল সৃজনের মাধ্যমে ওই বাজারের সম্পত্তির মালিকানা দাবি করে দেওয়ানী মামলা দায়ের করে। যার প্রেক্ষিতে ব্যবসায়ী মহল ওই মামলা মোকাবিলা করেন এবং বিজ্ঞ আদালত সমিতির পক্ষে রায় প্রদান করেন। এরপর পৌরসভা সমিতির ১৩০ জন ব্যবসায়ীকে দোকান বরাদ্দ দেয়ার আশ্বাস দিয়ে ওই স্থানে দ্বিতল পাকা মার্কেট নির্মাণ করে। ২০২৩ সালে মার্কেটের নির্মাণকাজ শেষ হলেও তৎকালীন মেয়র আবুল খায়ের পাটোয়ারী রাজনৈতিক ব্যক্তিবর্গদের সঙ্গে আঁতাত করে ব্যবসায়ীদের দোকান বুঝিয়ে দেননি।
এ নিয়ে ব্যবসায়ী মহলের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসন ব্যবসায়ীদের দোকান বুঝিয়ে দেয়ার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ প্রদান করেন। এরপরও দোকান বুঝিয়ে না দিয়ে রাজনৈতিক মদতে উপজেলা প্রশাসন কর্তৃক ইজিবি টেন্ডার দেয়া হয়। কাঁচা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সদস্য মাহবুব আলমের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ রামগঞ্জ মৎসজীবী সমবায় সমিতির সভাপতি নজির আহম্মেদ, কাঁচা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা, মৎসজীবী সমবায় সমিতির সদস্য মো. শাহ আলমসহ অনেকে।