বাংলারজমিন
পর্যটন কেন্দ্র বারেকটিলার খাস জায়গায় নতুন ঘর নির্মাণ
সুনামগঞ্জ প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৫, শুক্রবারসুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের পর্যটন কেন্দ্র বারেকটিলার খাস জায়গা দখল করে নতুন ঘর নির্মাণ করছেন ভূমি চক্র। বুধবার বিকালে ঘর নির্মাণের দৃশ্যটি সামনে আসে।
স্থানীয়রা জানান, বেড়ার খামার করার জন্য ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আজমুল হুদার অর্থায়নে নতুন একটি ঘর নির্মাণ করছেন এখানকার কয়েকজন। বুধবার এখানে ইউএনও এসেছিলেন। প্রশাসনের অনুমতি আছে কি না জানতে চাইলে তারা এ বিষয়ে কিছু বলতে পারেননি। পরে দু’জন মিস্ত্রি ধরে নিয়ে যান তিনি। টিলা এলাকার ব্যবসায়ী হুমায়ুন আহমেদ বলেন, টিলাতে নতুন ঘর নির্মাণ হচ্ছে শুনে নিষেধ করেছি। কিন্তু তারা শোনেননি।
ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আজমুল হুদা বলেন, টিলায় নির্মাণাধীন ঘরটি তার না। ঘর নির্মাণ শ্রমিকদের তিনি চিনেন না। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হাসেম বলেন, বুধবার টিলায় গিয়ে হঠাৎ ঘর নির্মাণের বিষয়টি চোখে পড়ে। ঘর নির্মাণ শ্রমিকরা জানিয়েছেন, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর এ কাজটি করছেন। এ ঘটনায় দু’জন শ্রমিককে আটক করা হয়েছিল। পরে খামারটি দ্রুত সরিয়ে ফেলার শর্তে তাদের মুচলেকা নিয়ে রাতেই ছেড়ে দেয়া হয়েছে।