বাংলারজমিন
জন্মনিবন্ধন ঠিক করতে গিয়ে নিখোঁজ তরুণী, খোঁজ মিলেনি ৫ দিনেও
দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা
২৫ এপ্রিল ২০২৫, শুক্রবারকুমিল্লার দেবিদ্বারে জন্ম নিবন্ধন সংশোধন করতে গিয়ে উম্মে তাহমিনা আক্তার (১৯) নামে এক তরুণী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজের পাঁচদিন পার হলেও তার সন্ধান পাওয়া যায়নি। শনিবার দুপুরে উপজেলার জাফরগঞ্জ এলাকা থেকে নিখোঁজ হন তিনি। নিখোঁজ তাহমিনা উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের গঙ্গানগর গ্রামের গোলাম মোস্তফার মেয়ে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছিলেন।
তাহমিনার পরিবার জানায়, দেবিদ্বার থেকে এসএসসি পাস করার পর ঢাকার কালাচাঁদপুর সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা বিষয়ে ভর্তি হন। পরিবারসহ তারা রাজধানীর ভাটারা এলাকা সংলগ্ন স্থানে বসবাস করতেন। গত বছর এইচএসসি পাস করার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষা দিচ্ছিলেন তিনি। শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাহমিনা ওই পরীক্ষায় অংশগ্রহণের জন্য দেবিদ্বারে তার দাদার বাড়িতে আসেন।
কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজে আসন পড়ায় সরাসরি দেবিদ্বার থেকেই পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরে পরীক্ষা শেষে তিনি দেবিদ্বার ফিরে যান। বিকাল ৩টার দিকে দাদার বাড়িতে জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন সংশোধন করবেন বলে বের হন। কিন্তু বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাওয়ার পরও ফিরে না আসায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনদিনেও ফিরে না আসায় সর্বশেষ ২১শে এপ্রিল বিকালে দেবিদ্বার থানায় নিখোঁজ ডায়েরি করেন তার ভাই। এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি শামছুদ্দিন মো. ইলিয়াছ বলেন, নিখোঁজ কিশোরীর পরিবার ডায়েরি করেছে। তরুণীর সন্ধান পেতে কাজ করছে পুলিশ।