ঢাকা, ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

ফেনীতে সংবাদ প্রকাশের জেরে একাধিক সাংবাদিকের বিরুদ্ধে মামলা

ফেনী প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার

ফেনীতে মাদক কারবারি ও চোরাচালানিকে নিয়ে সংবাদ প্রকাশ করায় একাধিক সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন ফুলগাজীর আমজাদহাটের ইউপি সদস্য ও বিএনপি কর্মী রহিম উল্ল্যাহ। গত বুধবার বিকালে ফুলগাজীর আমলী আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরার আদালতে মামলা করেন তিনি। পরে আদালত মামলাটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দিয়েছেন। 
আসামিরা হলেনÑ ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি তারেক চৌধুরী, দৈনিক ফেনী পত্রিকার সম্পাদক আরিফুর রহমান, দৈনিক ফেনীর রিপোর্টার মামুনুর রহমান, ঢাকা পোস্টের রিপোর্টার জামশেদ আলম অনিক ও ওমর ফারুকের নাম উল্লেখ করা হয়েছে। যদিও এই সমস্ত নাম পদবিতে কোনো সংবাদকর্মী আছে কিনা তা নিশ্চিত নয়। জানা যায়, গত ২২শে এপ্রিল মাদক কারবার, চোরাচালান ও মানবপাচার চক্র নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রকাশ করে দৈনিক ফেনী ও ঢাকা পোস্ট। এতে উঠে আসে ফুলগাজী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপি কর্মী রহিম উল্ল্যাহসহ বেশ কয়েকজনের নাম। যারা সীমান্তে এসব অবৈধ কারবারে জড়িত।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ৪ঠা এপ্রিল দৈনিক ফেনী’র সাংবাদিক পরিচয় দিয়ে রহিম উল্ল্যাহর সঙ্গে কথা বলার জন্য সময় চান তারেক চৌধুরী। গত ১৮ই এপ্রিল চারজন সাংবাদিক দৈনিক ফেনী ও ঢাকা পোস্টের লোগো সম্বলিত বুম (মাইক্রোফোন) নিয়ে বাদীর ফার্নিচার দোকানে প্রবেশ করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে প্রশ্ন করেন। তারা রহিম উল্ল্যাহর কাছে ঢাকা পোস্ট ও দৈনিক ফেনী’র সাংবাদিক তারেক চৌধুরীকে খুশি করার জন্য ও সংবাদ প্রকাশ না করতে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। প্রকাশিত সংবাদের কারণে তার এক কোটি টাকার মানহানি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে তারেক চৌধুরী বলেন, একটি অনুসন্ধানী প্রতিবেদন করতে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে মুঠোফোনে রহিম উল্ল্যাহর বক্তব্য নিয়েছি। এতে তিনি সবকিছুর দায় স্বীকার করে এসব কর্মকাণ্ড তার পেশা হিসেবে মন্তব্য করেন। প্রতিবেদনে সেটিই লেখা হয়েছে। এ ছাড়া তিনি যদি অভিযোগ অস্বীকার করতেন তখন সেটিই লেখা হতো। ১ মিনিট ৪৪ সেকেন্ডের সম্পূর্ণ কল রেকর্ড সংরক্ষিত আছে। পাশাপাশি দৈনিক ফেনী’র ফেসবুক পেজেও এটি প্রকাশিত হয়েছে। সেখানে কোথাও চাঁদা দাবি কিংবা সংবাদের বিষয়ের বাইরে কোনো কথা হয়নি। তিনি এজাহারে যা উল্লেখ করেছেন তা সম্পূর্ণ বানোয়াট ও কাল্পনিক। 
মামলার এজাহারে অভিযুক্ত রহিম উল্ল্যাহর কাছে মুঠোফোনে তারেক চৌধুরী ৫ লাখ টাকা চাঁদা দাবি করার কথা বলা হলেও এ ঘটনায় দৈনিক ফেনী’র কোনো প্রতিবেদক ঘটনাস্থলে যায়নি বলে জানান দৈনিক ফেনী’র সম্পাদক আরিফুল আমিন রিজভী ও সংবাদটির প্রতিবেদক তারেক চৌধুরী। এদিকে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। এ সময় রহিম উল্ল্যাহর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলায় কর্মরত শতাধিক সাংবাদিক ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status