ঢাকা, ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

হাওরে ধান সংগ্রহের উদ্বোধন করলেন খাদ্য সচিব

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার
mzamin

চলতি মৌসুমে কিশোরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে হাওর উপজেলা মিঠামইনের খাদ্য গুদাম প্রাঙ্গণ থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান। এ সময় তিনি ইটনা, অষ্টগ্রাম, নিকলী ও বাজিতপুর উপজেলার সঙ্গে ধান সংগ্রহ কার্যক্রমে অনলাইনে যুক্ত হন। এরপরে তিনি নমুনা শস্য কর্তনের অংশ হিসেবে মহিষারকান্দি হাওরে গিয়ে নিজে হারভেস্টার মেশিন দিয়ে কিছুক্ষণ ধান কাটেন। পরে কৃষকদের সঙ্গেও কাস্তে নিয়ে ধানকাটায় যোগ দেন তিনি। ধান কাটায় তার সঙ্গে কৃষি বিভাগের লোকজনও ছিলেন। মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লা আল মামুনের সভাপতিত্বে দুপুর সাড়ে ১২টার দিকে বোরো ধান সংগ্রহ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া খাতুন, কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) সত্যজিৎ ঘোষ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিশোরগঞ্জের উপ-পরিচালক ডক্টর সাদিকুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আসাদুজ্জামান মোল্লা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আইরিন আক্তার প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায় খাদ্য সচিব মো. মাসুদুল হাসান বলেন, কৃষক যাতে ন্যায্য মূল্য পায় সেদিক বিবেচনা করে সরকার ধান-চালের মূল্য নির্ধারণ করে দিয়েছে। কৃষকের নিরলস শ্রমে এবার হাওরসহ সারা দেশে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা বাংলাদেশের প্রাণ। সরকারও কৃষক ভাইদের নানাভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে। এই সৌহার্দ্য অব্যাহত থাকলে অচিরেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ। এবার যেকোনো মূল্যে ধান চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার।
জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস জানিয়েছে, এবার অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৫ মৌসুমের আওতায় প্রতি কেজি ধানের সংগ্রহ মূল ৩৬ টাকা, প্রতি কেজি সিদ্ধ চালের সংগ্রহ ৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ধানের ক্ষেত্রে সর্বোচ্চ ১৪% আদ্রতা গ্রহণযোগ্য। ২৪শে এপ্রিল থেকে আগামী ৩১শে আগস্ট পর্যন্ত ধান ও চাল সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। জেলায় ধান ক্রয়ে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ হাজার ৪৮৯ টন। এ ছাড়া ২৭ হাজার ১৩৮ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।  

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status