ভারত
‘বাবারে! আমাকে রাজভবনে ডাকলে আমি আর যাব না’
সেবন্তী ভট্টাচার্য্য, কলকাতা থেকে
(১ বছর আগে) ১১ মে ২০২৪, শনিবার, ৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৭ পূর্বাহ্ন

সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে কুপ্রস্তাব এবং যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন রাজভবনের এক নারী কর্মী। পুলিশে অভিযোগও দায়ের হয়েছে। এই প্রসঙ্গে এবার রাজ্যপালকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সপ্তগ্রামের সভা থেকে বললেন - ‘বাবারে আমাকে আর রাজভবনে ডাকলে যাচ্ছি না, রাজভবনের দরকার হলে রাস্তায় বসে কথা বলে আসব!’ এরপরই রাজ্যপাল সিভি আনন্দ বোসের নাম উল্লেখ না করে মমতা বলেন, ‘আপনার পাশে বসাও পাপ!’
নিজের বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের অভিযোগ উড়িয়ে রাজভবনে সেদিনের ঘটনার ভিডিও ফুটেজ দেখানোর ব্যবস্থা করেছেন রাজ্যপাল বোস। রাজভবনের তরফে দাবি করা হয়, যেদিন রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন ওই নারী, সেদিন বিকেলের দৃশ্য প্রকাশ করা হয়েছে। এক ঘণ্টা নয় মিনিটের ফুটেজে তাকে দু'বার দেখা গেছে। তবে তাকে যেখানে শ্লীলতাহানির মুখে পড়তে হয়েছিল বলে অভিযোগ করেছেন, সেই রাজভবনের কনফারেন্স রুমের কোনও ভিডিও প্রকাশ করা হয়নি। তারপরই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে চ্যালেঞ্জ জানিয়ে প্রশ্ন তুলেছিলেন, ‘সাহস থাকলে চেম্বারের ফুটেজ দেখান। বাইরের ফুটেজ দেখিয়ে কী হবে?’
সেই একই সুর শোনা গেল মমতার গলায়। মমতা দাবি করেন যে, রাজ্যপালের ইস্তফা দেয়া উচিত। সেইসঙ্গে রাজভবনের তরফে যে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে, তা বিকৃত করা হয়েছে বলেও অভিযোগ করেন মমতা। রীতিমতো আক্রমণাত্মক সুরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বলেন, ‘নারীদের উপর অত্যাচার করার কে আপনি? কাল নাকি প্রেসকে ডেকেছিলেন। পুরোটা দেখিয়েছেন কি? আমি জিজ্ঞাসা করছি প্রেসকে।' মুখ্যমন্ত্রী দাবি করেন, তার কাছে সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ আছে। একটি সংবাদমাধ্যমের থেকেই সেই ভিডিও পেয়েছেন বলে দাবি করেন মমতা।
মুখ্যমন্ত্রী এও বলেন, ‘যেটা এডিট করেছে সেটাও আমার কাছে আছে। এখনও তো সব বের হয়নি। আর একটা ভিডিও পেলাম। যা কীর্তকলাপ! ভাবতেও লজ্জা লাগে!’