ঢাকা, ১৮ মে ২০২৪, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

‘সঠিক পথেই আছে তানজিদ’

স্পোর্টস ডেস্ক
৫ মে ২০২৪, রবিবার
mzamin

 বাংলাদেশের ক্যাপ মাথায় তার ওয়ানডে অভিষেক হয়েছে আগেই। লাল-সবুজ জার্সিতে এরই মধ্যে খেলে নিয়েছেন ১৫টি ওয়ানডে। এবার টি-টোয়েন্টি অভিষেকে ব্যাট হাতে দ্যুতি ছড়ালেন তানজিদ হাসান তামিম।  শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৮ উইকেটের জয়ে বাঁহাতি এই ওপেনার খেলেন ৪৭ বলে অপরাজিত ৬৭ রানের ইনিংস। পরে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্প  বলেন, ‘তানজিদের আরও উন্নতির জায়গা আছে। সে সঠিক পথেই আছে।’ সৌম্য সরকার পুনবার্সন প্রক্রিয়ার মাঝে থাকায় তানজিদ ও পারভেজ হোসেন ইমনের যেকোন একজনের খেলাটা নিশ্চিতই ছিল। লিটন কুমার দাস দ্রুত ফিরলেও একপ্রান্ত আগলে রেখেছিলেন তানজিদ। যদিও ইনিংসের চতুর্থ ওভারেই ফিরতে পারতেন তিনি। পেস তারকা ব্লেসিং মুজারাবানির তৃতীয় বলে পুল করতে গিয়ে টপ এজ হয়ে উইকেটকিপার ক্লাইভ মাদান্দের গ্লাভসে ক্যাচ দিয়েছিলেন তানজিদ। আম্পায়ার আউট দেননি।

বিজ্ঞাপন
রিভিউ নেয়নি প্রতিপক্ষও। ওভারের শেষ বলে ক্যাচ ছেড়ে বাঁহাতি এই ওপেনারকে জীবন দেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাও।  শেষ পর্যন্ত ৮ চার ও ২ ছক্কায় ৪৭ বলে অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলেন তানজিদ। জুনায়েদ সিদ্দিকীর পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে অভিষেকেই পঞ্চাশ ছুঁয়েছেন তিনি।

 নাজমুল হোসেন শান্তর সঙ্গে গড়া জুটিতে জয়ের ভিত পায় বাংলাদেশ। তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে বাকি কাজটা সারেন শেষ পর্যন্ত উইকেটে থেকে। হৃদয়ের সঙ্গে গড়া ৩৬ বলে অবিচ্ছিন্ন ৬৯ রানের জুটিতে বাংলাদেশ জয় পেয়েছে ২৮ বল বাকি থাকতেই। ওপেনার হিসেবে বিশ্বকাপে যাওয়ার দৌড়ে প্রথম পরীক্ষায় পাশ মার্কও তুলে নিয়েছেন তানজিদ। তবুও বাঁহাতি এই ওপেনারের মাঝে আরও উন্নতির জায়গা দেখেন বাংলাদেশের ব্যাটিং কোচ। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হেম্প বলেন, ‘সে (তানজিদ হাসান তামিম) উন্নতি করছে। সে ৫০ ওভারের বিশ্বকাপেও খেলেছে। সে এইচপি প্রোগ্রামের আওতায় ছিল ফলে আমার তাকে আগে দেখার অভিজ্ঞতা আছে। সে প্রতি সপ্তাহে, প্রতি মাসেই এগোচ্ছে। আগের চেয়ে ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে। তার এখনও উন্নতির অনেক জায়গা আছে। তবে তরুণ ক্রিকেটারদের নিজের শক্তির জায়গা প্রয়োগ করে ভালো করতে দেখার বিষয়টি দারুণ। বর্তমানে সে সঠিক পথেই এগোচ্ছে।’ প্রথম টি-টোয়েন্টিতে অনায়াসে জয় পেলেও এখনই হোয়াইটওয়াশের চিন্তা করছে না বাংলাদেশ। হেম্প জানিয়েছেন, প্রথম ম্যাচের পারফরম্যান্স ধরে সামনের দিকে এগিয়ে যেতে চান তারা। তিনি বলেন, ‘আসলে এই মুহূর্তে চিন্তা করছি না (হোয়াইটওয়াশ)। গত ম্যাচে দারুণ একটি জয় পেয়েছি আমরা। এই পারফরম্যান্স ধরে রেখে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমরা এখন কেবল একটি ম্যাচ ধরেই এগোতে চাচ্ছি।’

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status