খেলা
বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা
জায়গা হয়নি সাইফউদ্দিনের, নতুন দায়িত্বে তাসকিন
স্পোর্টস রিপোর্টার
(৮ মাস আগে) ১৪ মে ২০২৪, মঙ্গলবার, ১:২৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:১৯ পূর্বাহ্ন
![mzamin](uploads/news/main/109801_ji.webp)
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে খেলা দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। চোটের কারণে খেলা নিয়েই শঙ্কা ছিল তাসকিন আহমেদের। আজ তাকে সহ-অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করেছে বিসিবি।
আগামী ৭ই জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। বি গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল।
এছাড়া রিজার্ভ হিসেবে দলে নেওয়া হয়েছে পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার আফিফ হোসেন।
বিশ্বকাপের আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের একটি প্রস্তুতিমূলক টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজের জন্য আরও দুজন খেলোয়াড় নেওয়া হবে। তবে আজ অবশ্য তাদের নাম জানানো হয়নি। ২১, ২৩ ও ২৫শে মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচগুলো খেলবে টাইগাররা।
বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ অধিনায়ক) তানজীদ হাসান তামিম, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, শেখ মেহেদী, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
রিজার্ভ
হাসান মাহমুদ ও আফিফ হোসেন ।
পাঠকের মতামত
লিটনের পরিবর্তে মুশফিক এবং তানজিদ হাসান সাকিবের পরিবর্তে সাইফুদ্দিনকে নিলে সবচেয়ে ব্যালান্স একটা টিম হতো।
অভিজ্ঞদের বাদ দিয়ে লর্ড শান্তকে যথারীতি অধিনাকত্ব প্রদান সেই সাথে ফ্লপ লিটন আর সৌম্যকে দলে দেখে জাতি উচ্ছসিত !
Not interested in 15 Name 11
লিটন কুমার দাশ কেন? মুশফিক নয় কেন?
একমাত্র পেজ বোলিং এর অলরাউন্ডার সাইফদ্দিন কে কেন বাদ দেয়া হলো,সেটি বোধগম্য নয় । লিটন দাস দীর্ঘদিন ব্যাটেরান পাচ্ছে না তাকে স্কোয়াডে রাখার একটাই কারণ থাকতে পারে বাংলাদেশে আর কোন ওপেনিং ব্যাটসম্যান নাই ! খুবই বিস্ময়কর ব্যাপার । এখানে পারফরম্যান্স ছাড়া অন্য কিছু বিবেচনায় নেয়া হয়েছে!!! লিটন দাস এর পরিবর্তে এনামুল হক বিজয়কে নেওয়া যেত!!!! নাহ!বাংলাদেশ ক্রিকেট পরিশুদ্ধ হলো না!!! গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে নির্বাচন কমিটিও মাথা উঁচু করে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারল না!!! খুবই দুঃখজনক ব্যাপার!??
লিটনের আত্মবিশ্বাস তলানিতে, সে কোন বিবেচনায় । যাই হোক শুভ কামনা টীম টাইগারদের!
লিটনের আত্মবিশ্বাস তলানীতে, সে কোন বিবেচনায়?