ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

‘আমরা রোবট নই যে সুইচ টিপলেই পারফর্ম করবো’

স্পোর্টস ডেস্ক
৭ মে ২০২৪, মঙ্গলবার
mzamin

দেশের হয়ে পারফর্ম করতে চায় সবাই। কিন্তু চাইলেই যে সবকিছু সম্ভব হয় না, সেটি মনে করিয়ে দিলেন আজম খান। পাকিস্তানের এই আগ্রাসী কিপার-ব্যাটসম্যান বললেন, সুযোগ পেলে নিজের সবটুকু উজাড় করে পারফর্ম করার চেষ্টা করবেন তিনি। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট ও নানা জায়গায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে নজর কাড়লেও দেশের হয়ে এখনও তেমন কিছু করতে পারেননি আজম। পাকিস্তানের জার্সিতে আটটি টি-টোয়েন্টি খেলে তিনি ব্যাটিং করেছেন সাতবার। কোনো ইনিংসেই ১০ রান ছাড়াতে পারেননি। তার মোট রান এখনও ৩০ স্পর্শ করেনি। বরং নানা সময়ে অনাকাক্সিক্ষত ব্যাপার নিয়ে আলোচনায় উঠে এসেছে তার নাম। কখনও বলা হয়েছে বাবা সাবেক অধিনায়ক মঈন খানের কারণে জাতীয় দলে সুযোগ মিলেছে তার, কখনও নানারকম ইঙ্গিত করা হয়েছে তার শারীরিক আকৃতি নিয়ে। ২৫ বছর বয়সী এই ক্রিকেটারের ফিটনেস নিয়ে প্রশ্ন তো নিয়মিতই ওঠে।

বিজ্ঞাপন
কিছুদিন আগে পাকিস্তানের কাকুলে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ফিটনেস ক্যাম্পে আজমের প্রচেষ্টা অবশ্য প্রশংসিত হয়েছে বেশ। তবে এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তিনি চোটের কারণে। সামনেই আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজের দলে অবশ্য তিনি আছেন। এই সফরের আগে লাহোরে রোববার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আজম খান জানালেন দেশের হয়ে নিজেকে মেলে ধরার তাড়না। আজম খান বলেন, “ভালো সবাই করতে চায়। তবে আমরা রোবট নই যে সুইচ টিপলেই পারফর্ম করতে শুরু করবো। পাকিস্তানের হয়ে পারফর্ম করতে চাই আমরা সবাই। কারণ এভাবেই নিজের নাম গড়তে হয়। আমাকে যদি সুযোগ দেওয়া হয়, নিজের সবটুকু দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।” আরেক তরুণ ব্যাটসম্যান সাইম আইয়ুব সুযোগ পেয়েছেন আজমের চেয়ে একটু বেশিই। কিন্তু প্রতিভাবান এই ব্যাটসম্যানও সেভাবে আন্তর্জাতিক ক্রিকেটে নিজকে মেলে ধরতে পারেননি। দেশের হয়ে এক টেস্ট ও ১৭ টি-টোয়েন্টি খেলেও এখনও ফিফটির দেখা পাননি। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে আছেন তিনি। নিজের আগ্রাসী মানসিকতা ধরে রেখেই সামনে সফল হতে আত্মবিশ্বাসী ২১ বছর বয়সী এই ব্যাটসম্যান। সাইম আইয়ুব বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে এখনও বড় ইনিংস খেলতে পারিনি, তবে আরও ভালো করার চেষ্টা করে যাচ্ছি। এটা একটা প্রক্রিয়ার ব্যাপার। ম্যানেজমেন্ট সব ক্রিকেটারের পাশে আছে। আমি নিজের খেলার ধরন বদলাবো না এবং আত্মবিশ্বাসী আছি যে, ভবিষ্যতে পারফর্ম করতে পারব।” আয়ারল্যান্ডে পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু শুক্রবার। এরপর ২২শে মে শুরু ইংলিশদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status