খেলা
শিরোপাজয়ীদের রুখে দিলো আল নাসর
স্পোর্টস ডেস্ক
(৫ মাস আগে) ১৮ মে ২০২৪, শনিবার, ২:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:১২ অপরাহ্ন
শুক্রবার সৌদি প্রো লীগে আল নাসর আল হিলালের ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। শিরোপা আগেই নিশ্চিত করা আল হিলালের সঙ্গে এই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর দল প্রথম মিনিটেই এগিয়ে যায়। খেলার শেষ মুহূর্তে পেনাল্টি থেকে আলেকসান্দার মিত্রোভিচের গোলে হার এড়ায় এবারের শিরোপাজয়ীরা। এই ড্রয়ের মধ্য দিয়ে আল হিলাল ২০২৩-২৪ সৌদি প্রো লীগের সব ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে।
পর্তুগিজ তারকা ওটাভিও ডি সিলভা ম্যাচের প্রথম মিনিটেই আল নাসরকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে আল হিলাল তার স্বাভাবিক ফর্ম খুঁজে পেলেও গোল করতে পারছিল না। আল হিলালের গোলরক্ষক ম্যাচের শেষদিকে বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করেন। ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সাদিও মানে পেনাল্টি বক্সের ডান দিক থেকে সৌদ আবদুল হামিদের মুখে আঘাত করলে পেনাল্টি দেওয়া হয়। পেনাল্টি থেকে আলেক্সান্দার মিত্রোভিচের গোলে আল হিলাল সমতায় ফেরে।
মাসের শেষদিন কিংস কাপ অফ চ্যাম্পিয়ন্সের ফাইনালে দু’দল আবার মুখোমুখি হবে। এতে আল হিলালের সামনে রয়েছে ট্রেবল জয়ের হাতছানি।