খেলা
আজই শিরোপা বুঝে পাবে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
স্পোর্টস রিপোর্টার
১৮ মে ২০২৪, শনিবার
গেল শনিবার তিন ম্যাচ হাতে রেখেই টানা পঞ্চম লীগ শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। রীতি অনুসরণ করলে তাদের হাতে শিরোপা তুলে দেওয়ার কথা ২৯শে মে শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে ম্যাচের পর। তবে সেটা আগেভাগেই তুলে দেওয়া হচ্ছে চ্যাম্পিয়নদের হাতে। আজ কিংস অ্যারেনায় বাংলাদেশ পুলিশের বিপক্ষে ম্যাচ শেষে স্বাগতিক বসুন্ধরার হাতে কাক্সিক্ষত শিরোপা তুলে দেবেন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। মূলত ক্রীড়ামন্ত্রীকে পাওয়া যাচ্ছে বলেই তড়িঘড়ি শিরোপা তুলে দেওয়ার আনুষ্ঠানিকতা সারছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিষয়টা জানিয়েছেন বাফুফের সহ-সভাপতি ও পেশাদার ফুটবল লীগ ম্যানেজমেন্ট কমিটির প্রধান ইমরুল হাসান। তিনি আবার একই সঙ্গে বসুন্ধরা কিংসের সভাপতিও। ইমরুল হাসান বলেন, ‘মাননীয় মন্ত্রী থাকবেন বিধায় আমরা শিরোপাটা তার হাত দিয়ে তুলে দিতে চাইছি।’ ময়মনসিংহে মোহামেডানকে গত সপ্তাহে হারানোর সঙ্গে সঙ্গেই ধরাছোঁয়ার বাইরে চলে যায় বসুন্ধরা। তবে সেদিন সেভাবে উদযাপন করেনি দলটি। নিজেদের হোম ভেন্যুতে জাঁকজমকভাবে শিরোপা উদযাপনের পরিকল্পনা করেছিল তারা। তবে সেটা আগেভাগেই হয়ে যাচ্ছে বাফুফের সিদ্ধান্তে। একই সঙ্গে বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা গ্রুপের অর্থায়নে নির্মিতব্য বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্সও মন্ত্রীকে ঘুরে দেখানোর পরিকল্পনা আছে। এর সঙ্গে উৎসবে বাড়তি মাত্রা যোগ করতে থাকবে আতশবাজির ব্যবস্থা।