খেলা
প্রিমিয়ার লীগের মৌসুম সেরা ফিল ফোডেন
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ১৮ মে ২০২৪, শনিবার, ৫:২৯ অপরাহ্ন

ইংলিশ প্রিমিয়ার লীগেরও সেরা খেলোয়াড় ফিল ফোডেন। এবারের মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির এই ইংলিশ মিডফিল্ডার। আজ (শনিবার) ২০২৩-২৪ আসরে সেরা খেলোয়াড় হিসেবে ফোডেনের নাম ঘোষণা করেছে প্রিমিয়ার লীগ। চলতি মাসের শুরুতে আরেকটি পুরস্কার পান ফোডেন। তাকে বর্ষসেরা পুরুষ ফুটবলার হিসেবে নির্বাচিত করে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন (এফডব্লিউএ)।
চলতি মৌসুমে সিটির আক্রমণভাগে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন হয়ে উঠেছেন ফোডেন। কেভিন ডি ব্রুইনা ও আর্লিং ব্রট হালান্দের সঙ্গে মিলে গড়ে তোলেন ভয়ঙ্কর জুটি। টানা চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগ জয়ের পথে আছে সিটি। ৩৭ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। শিরোপা ভাগ্য নির্ধারণ হবে শেষ রাউন্ডে। ওয়েস্ট হ্যামের বিপক্ষে রোববার মৌসুমের শেষ লীগ ম্যাচে লড়বে পেপ গার্দিওলার দল।
সিটির এই পথচলায় বড় ভূমিকা রেখেছেন ২৩ বছর বয়সী ফোডেন। লীগে এখন পর্যন্ত ৩৪ ম্যাচ খেলে ১৭ গোল করেছেন তিনি। একই সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছে আট গোল। প্রিমিয়ার লীগের মৌসুম সেরার পুরস্কার এ নিয়ে টানা পঞ্চমবার জিতলো সিটির খেলোয়াড়রা। ফোডেনের আগে একবার করে রুবেন দিয়াস ও আর্লিং হালান্দ এবং ডি ব্রুইনা জিতেছেন দুইবার।