খেলা
‘পরিবারে কখনো কখনো ছোটখাটো মতবিরোধ হতেই পারে,’ পাকিস্তান দলে কলহ প্রসঙ্গে শাহিন
স্পোর্টস ডেস্ক
(১১ মাস আগে) ১৮ মে ২০২৪, শনিবার, ৫:২০ অপরাহ্ন

গত ৩১শে মার্চ পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনা হয় বাবর আজমকে। মাত্র এক সিরিজ নেতৃত্ব দেয়ার পরই অধিনায়কত্ব হারান শাহিন আফ্রিদি। পিসিবি বিবৃতি দিয়ে জানিয়েছিল, শাহিন নতুন অধিনায়ক বাবরকে অভিনন্দন জানিয়ে তাকে সহযোগিতা করবেন বলে মন্তব্য করেছেন। কিন্তু তখন শাহিনের ঘনিষ্ঠ সূত্র জানায়, পিসিবি নিজেদের মনগড়া কথা বিবৃতিতে জুড়ে দিয়েছে। এরপর থেকে পাকিস্তান দলে কলহের গুঞ্জন। তবে এবার শাহিন নিজে বললেন, দলে কোনো কলহ নেই।
পিসিবি’র পডকাস্টে শাহিন বলেন, ‘পরিবারে কখনো কখনো ছোটখাটো মতবিরোধ হতেই পারে, এমনকি সেটি ভাইদের মধ্যেও হয়। কিন্তু আমাদের দলে এমন কোনো কিছুই নেই। আমাদের খেলোয়াড়েরা একে অপরের কথা শোনে। আমাদের দায়িত্ব হলো ক্রিকেট খেলে দেশকে আনন্দে ভাসানো।’
গত বছর নভেম্বরে ভারতে ওয়ানডে বিশ্বকাপের পর বাবরকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয় শাহিন আফ্রিদিকে। তার নেতৃত্বে নিউজিল্যান্ডে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলে পাকিস্তান। এরপর দেশে ফিরে কয়েকদিনের মধ্যেই অধিনায়কত্ব হারান তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ডে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এরপর সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে বাবরের দল। বিশ্বকাপের আগে কোনো প্রস্তুতি বা গা গরমের ম্যাচ খেলবে না। আগামী ২রা জুন (বাংলাদেশ সময়) শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন আসর। ৬ই জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান।
আফ্রিদি জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান দলের ঐক্য অটুট আছে।পাকিস্তানি শীর্ষ পেসার বলেন, ‘ঐক্য বজায় রেখে খেলাটা আমাদের লক্ষ্য। এই সময়টাও বিরোধ কিংবা তর্ক করার নয়। এখন সবার একই রাস্তায় চলার সময়।’
নিজের বোলিং নিয়ে আফ্রিদি বলেন, ‘ছন্দ ও গতি দিয়ে বোলিং করছি। নিজের স্পেলগুলো উপভোগ করছি। দুর্ভাগ্যজনকভাবে এখন টি-টোয়েন্টি ক্রিকেটে সব বোলারেরই এক-দুই ম্যাচ পরপরই বাজে দিন যায়। বোলাররা এখন এমন চ্যালেঞ্জেরই মুখোমুখি হয়।’