ঢাকা, ১৮ মে ২০২৪, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

হেটমায়ার ও জোসেফকে নিয়ে বিশ্বকাপ খেলবে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

(১ সপ্তাহ আগে) ৪ মে ২০২৪, শনিবার, ৩:২৪ অপরাহ্ন

mzamin

দলে থেকেও সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ব্যাটার শিমরন হেটমায়ারের। বিশ্বকাপ দলের ফ্লাইট মিস করেন তিনি। এরপর বেশ কয়েকটি সিরিজে ব্যাত্য হয়ে থাকতে হয় তাকে। তবে আগামী বিশ্বকাপের দলেও এই বাঁহাতি ব্যাটারকে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে পথচলা শুরু করবেন শামার জোসেফ। 
আগামী ২রা জুন পর্দা নামবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। এবারের আসর যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে অন্যতম আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। 

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ফ্লাইট মিস করার পর এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি হেটমায়ার। জাতীয় দলের জার্সিতে গত ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে শেষবার মাঠে নামেন তিনি। ফলে বিশ্বকাপ দিয়েই জাতীয় দলে প্রত্যাবর্তন হচ্ছে তার। 

আর গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার মাটিতে নিয়েও দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে ৭ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ঐতিহাসিক জয় এনে দেন জোসেফ। এর আগে একই সিরিজের প্রথম ও অভিষেক ম্যাচেই নেন ৫ উইকেট।

বিজ্ঞাপন
 চোটের কারণে অনেক দিন বাইরে থাকা শামারকে এবার বিশ্বকাপ দলে রাখল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত স্রেফ ৩ ম্যাচ খেলেছেন তিনি, পাননি কোনো উইকেট। 

রভম্যান পাওয়েলের নেতৃত্বে বিশ্বকাপ দলে ডেপুটি হিসেবে থাকবেন পেসার আলজারি জোসেফ। দলে আরও আছেন নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডার। তবে সুনীল নারিনকে ফেরানোর চেষ্টা করলেও তাতে সফল হয়নি ওয়েস্ট ইন্ডিজ। আন্দ্রেস রাসেলের সঙ্গে রয়েছেন অভিজ্ঞ জনসন চার্লসও। 

এবারের বিশ্বকাপে ‘সি’ গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে ক্যারিবিয়ানদের সঙ্গে আছে পাপুয়া নিউগিনি, উগান্ডা, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। ২রা জুন পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে তারা। 

ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ দল: রভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ (সহ-অধিনায়ক), জনসন চার্লস, রোস্টন চেইস, শিমরন হেটমায়ার, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান, শেই হোপ, আন্দ্রে রাসেল, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, গুডাকেশ মোটি, শেরফেইন রাদারফোর্ড।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status