ঢাকা, ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৬ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

মেয়েদের লীগে দাপুটে জয়ে শুরু মোহামেডানের

জাসিয়ার শতক, সাবেকুনের ৪ রানে পাঁচ উইকেট

স্পোর্টস রিপোর্টার
১৮ মে ২০২৪, শনিবার
mzamin

ছেলেদের ঢাকা প্রিমিয়ার লীগে বিদেশি ক্রিকেটারের অনুমতি ছিল না। তবে মেয়েদের ঢাকা প্রিমিয়ার লীগ ক্রিকেটে সুযোগ আছে বিদেশিদের। গতবার খেলে যাওয়া ভারতের জম্মু-কাশ্মীরের ক্রিকেটার জেসিয়া আক্তারকে এবারও দলে ভিড়িয়েছে মোহামেডান। প্রথম ম্যাচেই আস্থার প্রতিদান দিয়েছেন জেসিয়া। খেলেছেন ৬৯ বলে ১৬ বাউন্ডারি ৩ ছক্কায় ১০২ রানের মারকুটে ইনিংস। জেসিয়ার বিধ্বংসী সেঞ্চুরিতে ভর করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৫ রানের পাহাড় গড়ে মোহামেডান। জবাবে সাবেকুন নাহার ৩ ওভারে মাত্র ৪ রানে ৫ উইকেট নিলে জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাব অলআউট হয় মাত্র ৫১ রানে। ২৫৪ রানের বড় জয়ে ম্যাচসেরা হয়েছেন মোহামেডানের জাসিয়া। বিকেএসপির এক নম্বর মাঠে শক্তিশালী মোহামেডান জিতেছে ২৫৪ রানে। শতকের সুযোগ ছিল জাতীয় দলের ওপেনার ফারজানা হক পিংকিরও। বিকেএসপির তিন নম্বর মাঠে সুলতানার ৭৬ রানের সৌজন্যে আনসার ও ভিডিপি ৯ উইকেটে ২১১ রান করে। রূপালী ব্যাংক সে রান টপকে গেছে পিংকির অপরাজিত ৯৪ রানের সৌজন্যে। ১২৩ বল খেলে ৬টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। আহত অবসর হওয়ার আগে লতা মণ্ডল ৮৫ বল খেলে করেন ৫৯ রান। দুজনের সৌজন্যে রূপালী ব্যাংক সহজেই জিতেছে। বিকেএসপির চার নম্বর মাঠে  সিটি ক্লাবকে ৬৫ রানে হারিয়েছে কলাবাগান ক্রীড়া চক্র। কলাবাগানের হয়ে ৭০ বল খেলে ৫২ রান করেন ওপেনার ফাতেমা তুজ জোহরা। ৪৮.৪ বলে কলাবাগানের ১৮৮ রান আসে ফাতেমার ইনিংসের সৌজন্যে। জবাবে সিটি ক্লাব ৩৮.৪ ওভার পর্যন্ত খেলে অলআউট হয় ১২৩ রানে।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status