খেলা
ফুটবল ইতিহাসে সর্বোচ্চ বাৎসরিক আয় রোনালদোর
স্পোর্টস ডেস্ক
১৮ মে ২০২৪, শনিবাররেকর্ড গড়া আয়ে ধনী খেলোয়াড়ের তালিকায় শীর্ষ স্থান ধরে রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৯ বছর বয়সী ফুটবলার গত এক বছরে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৪৮ কোটি টাকা আয় করেন। যা ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত যে কারো সর্বোচ্চ আয়। রোনালদোর পর ফুটবলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ আয় লিওনেল মেসির, বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৫৮২ কোটি টাকা আয় করেন বিশ্বকাপজয়ী তারকা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক বিজনেস সাময়িকী ফোর্বস এই তথ্য দিয়েছে। চতুর্থবারের মতো বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদের তালিকায় নাম উঠলো রোনালদোর। ফোর্বস জানাচ্ছে, খেলোয়াড়দের আয়ের এই তালিকাটি তৈরি করার সময় তারা বেতন, বোনাস, স্পন্সর সহ সব ধরনের আয়ের হিসাব বিবেচনায় নিয়েছে। ২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দেওয়ার সময় থেকে বছরে ২০ কোটি মার্কিন ডলারের বেশি বেতন পেয়ে থাকেন রোনালদো। সবধরনের খেলার তারকাদের নিয়ে করা এই তালিকায় মেসির অবস্থান রোনালদোর ঠিক পরেই না। আয়ে দ্বিতীয় স্থানে আছেন একজন গলফার। গলফ খেলোয়াড় জন রাম সৌদি আরবের এলআইভি’৫৪ তে যোগ দেন সম্প্রতি। সেখান থেকে জন রাম বছরে ২১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার আয় করেন। আর্জেন্টাইন ফুটবলার মেসির মাঠ ও মাঠের বাইরের আয় প্রায় সমান। বর্তমানে ক্লাব থেকে বছরে সাড়ে ছয় কোটি মার্কিন ডলার আয় করেন তিনি। এ ছাড়া অ্যাডিডাস, অ্যাপলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক চুক্তির মাধ্যমে আয় আছে আরও ৭ কোটি। সব মিলিয়ে সাড়ে ১৩ কোটি ডলার আয় নিয়ে মেসি আছেন তিন নম্বরে। আয়ের দিক থেকে শীর্ষ পাঁচে থাকা শেষ দুটি নাম বাস্কেটবলের। যুক্তরাষ্ট্রের এনবিএ তারকা লেব্রন জেমসের আয় ১২ কোটি ৮২ লাখ, আর গিনকুনাইজেরিয়ান বাস্কেটবল তারকা জিয়ানিস আন্তেতেকুমপোর আয় বছরে ১১.১ কোটি ডলার। সামনের মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাওয়া ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের আয় ১১ কোটি। তার পরেই অবস্থান সৌদি আরবে খেলা ব্রাজিলিয়ান তারকা নেইমার ১০.৮ কোটি ডলার ও করিম বেনজেমার ১০.৬ কোটি মার্কিন ডলার।